Connect with us
ফুটবল

ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি

Carlo Ancelotti is the new coach of Brazil
নেইমার-ভিনিসিয়ুসদের কোচ এখন কার্লো আনচেলত্তি। ছবি- সংগৃহীত

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ব্রাজিল জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হচ্ছেন কার্লো আনচেলত্তি। আগামী ২৬ মে থেকে সেলেসাওদের দায়িত্ব নিতে যাচ্ছেন এই ইতালিয়ান কোচ। আজ সোমবার (১২ মে) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

আগামী ২৫ মে লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে চলতি মৌসুমের শেষ ম্যাচটি খেলবে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচ দিয়েই লস ব্লাঙ্কোসদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়ে দেবেন আনচেলত্তি। এরপর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সঙ্গে নতুন যাত্রা শুরু করবেন ৬৫ বছর বয়সী এই ইতালিয়ান মাস্টারমাইন্ড।

আনচেলত্তিকে নিয়োগের ঘোষণায় সিবিএফ বলেছে, ‘ফুটবল বিশ্বের সবচেয়ে বেশি শিরোপাজয়ী কোচের অধীনে খেলবে ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ জাতীয় দল। কার্লো আনচেলত্তিকে সোমবার (১২ মে) ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের (সিবিএফ) সভাপতি এডনালদো রদ্রিগেজ ব্রাজিল জাতীয় দলের নতুন কোচ হিসেবে ঘোষণা করেছেন। ২০২৬ সালের বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিল দলকে নেতৃত্ব দেবেন আনচেলত্তি। আগামী মাসে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচেই হলুদ জার্সিধারীদের কোচ হিসেবে ডাগআউটে দেখা যাবে আনচেলত্তিকে।’

আরও পড়ুন:

» তিনশ রান তাড়া করে দক্ষিণ আফ্রিকাকে হারাল বাংলাদেশ

» নাহিদ-তাসকিনদের নতুন কোচ হলেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার 

প্রথমবারের মতো পূর্ণ মেয়াদে কোনো বিদেশি কোচ নিয়োগ দিল ব্রাজিল। এর আগে ১৯৬৫ সালে ব্রাজিলের দায়িত্ব দেওয়া হয়েছিল আর্জেন্টিনার ফিলপো নুনেজকে। তবে প্রতিবেশী দেশের এই কোচ খণ্ডকালীন মেয়াদে দায়িত্ব পেয়েছিলেন। তাই পূর্ণ মেয়াদে আনচেলত্তিই হতে যাচ্ছেন সেলেসাওদের প্রথম বিদেশি কোচ।

কাতার বিশ্বকাপের পর থেকেই সেরা ছন্দে নেই ব্রাজিল। মাঝে কোচ অদল-বদল করেও মেলেনি কোনো সাফল্য। বিশ্বকাপ শেষে তিতের বিদায়ের পর খণ্ডকালীন কোচ হিসেবে নিয়োগ পান ফার্ন্দান্দো দিনিস। তার অধীনে আরও অবনতি হয় দলটির।

গতবছর হলুদ জার্সিধারীদের দায়িত্ব তুলে দেওয়া হয় দরিভাল জুনিয়রের হাতে। সেলেসাওদের দায়িত্ব নিয়ে শুরুতে আশা জাগালেও পরবর্তীতে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকে তিনি। শেষ পর্যন্ত বিদায় নিতে হয় তাকেও। এবার দরিভালের স্থলাভিষিক্ত হলেন আনচেলত্তি।

গত বছরই ব্রাজিলের কোচ হিসেবে যোগ দেওয়ার কথা ছিল আনচেলত্তির। তবে নানা নাটকীয়তায় সেবার যোগ দেওয়া হয়নি তার। রিয়াল মাদ্রিদেই থেকে যান তিনি। অবশেষে রিয়াল অধ্যায়ে ইতি টেনে ব্রাজিলের জার্সিতে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন এই ইতালিয়ান কোচ।

ক্রিফোস্পোর্টস/১২মে২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল