
টেস্টে ৩০০ রানের ইনিংস যেন অধরা হয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের। গত বছরের নভেম্বরে অ্যান্টিগায় বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ৪৫০ রান করার পর টানা ১৬ ইনিংসে ৩০০ রানের দেখা পায়নি ক্যারিবিয়ানরা।
প্রায় এক বছর পর ৩০০ রানের ইনিংসের দেখা পেয়েছে ক্যারিবিয়ানরা। দিল্লি টেস্টে ফলো অন করতে নেমে দ্বিতীয় ইনিংসে ৩৯০ রানের অলআউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
১৬ ইনিংস পর ৩০০ রান পার করার মাধ্যমে ইনিংস ব্যবধানে হার এড়ালো ক্যারিবিয়ানরা। ফলো অন এড়ানোয় ২য় ইনিংসে ব্যাটিংয়ে নামতে হয়েছে ভারতকে সেই সাথে ম্যাচ গড়িয়েছে পঞ্চম দিনে। এর মধ্যে দিয়ে ৭ ম্যাচ পর ওয়েস্ট ইন্ডিজের খেলা কোনো টেস্ট পাঁচ দিনে গড়ালো।
তবে, অবিশ্বাস্য কিছু না ঘটলে দ্বিতীয় ম্যাচেও হারতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। আর ২-০ ব্যবধানে সিরিজ দিচ্ছে জিততে যাচ্ছে ভারত।
১২১ রানের লক্ষ্যে খেলতে নেমে ভারত চতুর্থ দিন শেষ করেছে এই ১ উইকেট হারিয়ে ৬৩ রানে। জয়ের জন্য শেষ দিনে ভারতের প্রয়োজন ৫৮ রান। ব্যক্তিগত ৮ রান করে যশস্বী জয়সোয়াল ফেরার পর ক্রিজে আছেন লোকেশ রাহুল ও শাই সুদর্শন। দিনশেষে রাহুল ২৫ এবং সুদর্শন ৩০ রান করে অপরাজিত রয়েছেন।
এর আগে ২ উইকেটে ১৭৩ রান নিয়ে দিন শুরু করেছিল ক্যারিবিয়ানরা। ওপেনার জন ক্যাম্পবেল ১৯৯ বলে ১১৫ রান ও সাই হোপের ২১৪ বলে ১০৩ রানের ইনিংসে ভর করে ৩৯০ রান সংগ্রহ করেছে ক্যারিবীয়ানরা। ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন শাই হোপ। অন্যদিকে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন জন ক্যাম্পবেল।
ক্রিফোস্পোর্টস/১৩অক্টোবর২৫/এআই
