সময়টা একদমই ভালো যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেটের। কোন ফরমেটে ধারাবাহিক সফলতা ধরে রাখতে পারছে না টাইগাররা। ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ২-১ ব্যবধানে পরাজিত করলেও টি-টোয়েন্টি সিরিজ এবার চট্টগ্রামে হোয়াইটওয়াশের শিকার হলো লাল-সবুজের প্রতিনিধিরা।
গতকাল শুক্রবার রাতে তানজিদ হাসান তামিমের ব্যাটে ভর করে ভালো সংগ্রহের পথে এগোচ্ছিল বাংলাদেশ। তবে দলের বাকি ব্যাটারররা দায়িত্ব নিতে না পারায় ১৫১ রানের বেশি তুলতে পারেনি টাইগাররা। রান তারা করতে নেমে ভারপ্রাপ্ত অধিনায়ক রোস্টন চেজ ও আকিম আগুস্তের ঝড়ো ফিফটিতে ১৯ বল ও ৫ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে সফরকারীরা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কথা বলেছেন ক্যারিবীয় ভারপ্রাপ্ত অধিনায়ক রোস্টন চেজ। তার মতে গোটা সিরিজে সব থেকে ভালো উইকেট ছিল আজকেরটি। চট্টগ্রামের উইকেট নিয়ে চেজ বলেছেন, ‘এই পিচে (থিতু হতে) একটু সময় লাগে। উইকেট ভালোই ছিল, গত দুই ম্যাচের চেয়ে ভালো। এই ম্যাচেই সবচেয়ে ভালো উইকেট ছিল পুরো সিরিজে।’
বাংলাদেশের হারের কারণ হিসেবে তিনি দেখছেন টাইগারদের পার্টনারশিপ না হওয়া, ‘পার্টনারশিপ পার্থক্য গড়ে দিয়েছে। ওদের বড় পার্টনারশিপ হয়নি। এটা এমন পিচ যেখানে দুজন সেট হয়ে যত্যখন সম্ভব ব্যাট করে যাওয়া। এখানে শুরুটা বেশ কঠিন। ফলে উইকেট পড়ে যাওয়ার সুযোগ থাকে, প্রতিপক্ষে আপনি এই সুযোগটা দিতে চাইবেন না।’
চেজ আরও বলেছেন, ‘বোলাররা যেভাবে প্ল্যান কাজে লাগিয়েছে দারুণ ছিল। ব্যাটিংয়ে আমি যেমনটা মনে করি টি-টোয়েন্টি ক্রিকেটে জুটি গড়া অনেক জরুরি। খেলাটা যত বেশি সম্ভব ডিপে নিয়ে যেতে হবে। যে শুরু পাবে সে যেন লম্বা সময় ধরে ব্যাট করে যায়। তাহলে বাকিদের কাজটা সহজ হয়ে যাবে।’

সংবাদ সম্মেলনে রোস্টন চেজ। ছবি- সংগৃহীত
নিজেদের ব্যাটিং নিয়ে চেজ বলেছেন, ‘আমাদের পরিকল্পনা ছিল ১৫ ওভার পর্যন্ত ওভারপ্রতি অন্তত ৬ রান করে নেওয়া। আমি ও আকিম সহজেই স্ট্রোক খেলছিলাম। বল ব্যাটে আসছিল সুন্দরভাবে। সিরিজে সেরা উইকেট ছিল এটা। স্বাচ্ছন্দ্যে খেলতে পেরেছি। শিশির শেষদিকে ভূমিকা রেখেছে। বিশেষ করে ১০ ওভার শেষে। তবে মনে হয় না এত বেশি প্রভাব ফেলার মতো।’
বাজে সময় পার করে ঘুরে দাঁড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ। মাঝে তারা হেরেছিল নেপালের কাছেও। চেজ বলেছেন, ‘আমরা বাইরের কথায় কান দেইনি। মানুষ অনেক কিছুই বলতে পারে। তবে আমরা আমাদের খেলায় মনোযোগ রেখেছি। নিজেদের সেরা পরিকল্পনা কাজে লাগানোর চেষ্টা করেছি। বাইরে লোকে কী বলছে সেসবে মনোযোগ দেওয়ার আসলে কোনো দরকার নেই।’
বাংলাদেশের মাটিতে দুই ফরমেটের সিরিজ সমাপ্ত হয়েছে ওয়েস্ট ইন্ডিজের। এবার তাদের সামনে নিউজিল্যান্ড মিশন। আগামী ৫ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে কিউইদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই নিউজিল্যান্ড সফরে থাকছে তিন ম্যাচের ওয়ানডে ও তিনটি টেস্ট ম্যাচের সিরিজ। তবে আপাতত ব্যস্ততা নেই টাইগারদের।
ক্রিফোস্পোর্টস/১নভেম্বর২৫/এফএএস