ঘরের মাঠে অ্যাশেজ টেস্ট সিরিজে বেশ ভালোই লড়ছে অস্ট্রেলিয়া। সেই সঙ্গে দুর্দান্ত ফর্মে আছেন ব্যাটার ট্রাভিস হেড। অ্যাডিলেড টেস্টের প্রথম ইনিংসে রান না পেলেও দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে রানের ফোয়ারা ছুটিয়েছেন এই ওপেনার। অন্যদিকে অ্যাশেজে রেকর্ড গড়েছেন উইকেটরক্ষক ব্যাটার অ্যালেক্স ক্যারি।
অ্যাডিলেড টেস্টের তৃতীয় দিনে হেডের অপরাজিত ১৪২ রান আর অ্যালেক্স ক্যারির ফিফটিতে ইংল্যান্ডকে বড় লক্ষ দিতে যাচ্ছে অজিরা। অস্ট্রেলিয়ার ৩৭১ রানের জবাবে প্রথম ইনিংসে ২৮৬ রানে অলআউট হয় ইংল্যান্ড।
দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৭১ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। তাতে লিড দাঁড়িয়েছে ৩৫৬ রানের। হেডের সেঞ্চুরির পর অপরাজিত হাফ সেঞ্চুরি করেছে ক্যারিও।
ক্যারিয়ারের একাদশতম টেস্ট সেঞ্চুরির পথে হেড ১৪২ রানের অপরাজিত ইনিংস খেলেন।১৯৬ বলের ইনিংসে ২ ছক্কার পাশাপাশি ছিল ১৩টি চারের মার। নিজের ঘরের মাঠ অ্যাডিলেডে এই নিয়ে টানা চার টেস্টে সেঞ্চুরি পেলেন হেড।
এক ভেন্যুতে টানা চার টেস্টে সেঞ্চুরি আছে ডন ব্রাডম্যান (মেলবোর্ন ও হেডিংলি), ওয়ালি হ্যামন্ড (সিডনি), মাইকেল ক্লার্ক (অ্যাডিলেইড) ও স্টিভেন স্মিথের (মেলবোর্ন)।
অ্যাডিলেড টেস্টের প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ক্যারি ৪টি চারে ৫২ রানে অপরাজিত আছেন। অ্যাশেজের একই ম্যাচে সেঞ্চুরি ও ফিফটি করা প্রথম কিপার-ব্যাটার এই ক্যারি।
অন্যদিকে আগের দিনের ৮ উইকেটে ২১৩ রান নিয়ে খেলতে নামা ইংল্যান্ড আজ ভালোই ব্যাট করেছে। ৪৫ রানে ব্যাটিংয়ে নামা বেন স্টোকস এদিন ৮টি চারে ১৯৮ বলে ৮৩ রান করেন। ৫১ রান করে আউট হন জফরা আর্চার।
এর আগে সিরিজের প্রথম ও দ্বিতীয় দুটি টেস্টেই সমান ৮ উইকেটে জিতে ২-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক অস্ট্রেলিয়া।
ক্রিফোস্পোর্টস/১৯ডিসেম্বর২৫/এজে
