Connect with us
ক্রিকেট

সিরিজ হেরে ব্যাটারদের দায়িত্বহীনতায় বিরক্ত অধিনায়ক মিরাজ

Mehidy Hasan Miraz to miss Netherlands series
মেহেদী হাসান মিরাজ। ছবি- সংগৃহীত

টি-টোয়েন্টি সিরিজে দারুন ভাবে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। তবে এবার ওয়ানডে ফরমেটে ফিরেই হতাশার গল্প লিখল টাইগাররা। টানা দুই পরাজয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হারালো মেহেদী হাসান মিরাজের দল। আর এতে ব্যাটারদের দায়িত্বহীন পারফরম্যান্সে নিজের বিরক্তি প্রকাশ করলেন টাইগার অধিনায়ক।

গতকাল আবুধাবিতে দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত বোলিং করে মাত্র ১৯০ রানে গুটিয়ে দিয়েছিল আফগানিস্তানের ইনিংস। তবে ছোট লক্ষ্য তাড়া করতে নেমে বারবার বড় শট হাঁকাতে গিয়ে উইকেট হারিয়েছে টাইগার ব্যাটাররা। এতে মাত্র ১০৯ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ১৭ রান খরচায় ৫ উইকেট শিকার করে ধ্বস নামান রশিদ খান।

আফগানিস্তানের বিপক্ষে নিজেদের ইতিহাসে সর্বনিম্ন ইনিংস সংগ্রহ করেছে আজ বাংলাদেশ। আর এমন ম্যাচ শেষে হতাশা প্রকাশ করেছেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তিনি বলেন, ‘আমার মনে হয়, আমরা সত্যিই খুব ভালো বোলিং করেছিলাম এবং আমরা সহজেই এই লক্ষ্যটা তাড়া করতে পারতাম, কিন্তু আজ আমাদের ব্যাটিং খুব খারাপ হয়েছে।’



ব্যাটিং ইউনিটে জুটি গড়ার পরিকল্পনা কার্যকর করতে ব্যর্থ হয়েছেন ব্যাটাররা। তাদের দায়িত্বহীনতা নিয়ে মিরাজ বলেছেন, ‘আমি ছেলেদের বলেছিলাম যে টপ অর্ডারে আমাদের জুটি গড়া দরকার, কিন্তু আমরা সেটা করতে পারিনি। আমরা জুটি শুরু করি ঠিকই, কিন্তু আমাদের দায়িত্ব নিতে হবে, আর সেখানেই সমস্যা হচ্ছে। আমাদের ব্যাটসম্যানরা যথেষ্ট দায়িত্ব নিচ্ছে না’

Bangladesh fall short in chase of 191 runs.

১০৯ রানে গুটিয়ে গেল বাংলাদেশের ইনিংস। 

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হারায় দলের মনোবল কিছুটা নেমে গেলেও সামনে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জানালেন তিনি, ‘এই মুহূর্তে আমরা খুবই হতাশ, তবে আমাদের হাতে এখনও একটি ম্যাচ বাকি আছে। এরপর আমাদের আরও একটি সিরিজ আছে, এবং কীভাবে আরও শক্তিশালী হয়ে ফিরে আসা যায়, সেই বিষয়ে আমাদের ভাবতে হবে।’

এছাড়াও ওয়ানডে ক্রিকেটে টিকে থাকতে হলে রান করতে পারার বিকল্প নেই বলে জানিয়েছেন মিরাজ। এবার ৫০ ওভারের এই সিরিজে হোয়াইটওয়াশ ঠেকাতে আগামী মঙ্গলবার (১৪ অক্টোবর) ফের একই মাঠে খেলতে নামবে বাংলাদেশ দল। যেই ম্যাচে পরাজিত হলে কঠিন হয়ে পড়বে টাইগারদের ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার স্বপ্ন।

ক্রিফোস্পোর্টস/১২অক্টোবর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট