
বাংলাদেশের ক্রিকেটে আজ নতুন নেতৃত্বের সূচনা হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে নতুন যাত্রা করছে টাইগাররা। আজ শনিবার (১৭ মে) সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। যার নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস।
দুই ম্যাচের এই সিরিজের নামকরণ করা হয়েছে ‘ওয়ালটন ইউএই বনাম বাংলাদেশ টি২০ সিরিজ ২০২৫’। বাংলাদেশ সময় রাত ৯টায় মাঠে গড়াবে ম্যাচটি। সরাসরি দেখতে পারবেন টি-স্পোর্টস টিভি চ্যানেলে। দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৯ মে।
পাকিস্তানের মাটিতে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। এর আগে প্রস্তুতিমূলক সিরিজের জন্য হঠাৎই আরব আমিরাত সিরিজের আয়োজন করে বিসিবি। পাকিস্তান সফরের আগে দুবাইয়ে ক্যাম্পের পরিকল্পনার অংশ হিসেবে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচের পরিবর্তে আমিরাতের সঙ্গে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলবে টাইগাররা।
আরও পড়ুন:
» সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত
» মুস্তাফিজকে দলে নিয়েও বড় বিপদে দিল্লি
এর আগে আরব আমিরাতের বিরুদ্ধে তিনটি ম্যাচ খেলেছে টাইগাররা। ২০১৬ সালের এশিয়া কাপে প্রথমবার এবং ২০২২ সালে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় সিরিজে পরপর দুই ম্যাচে জয় তুলে নেয় টাইগাররা।
এই সিরিজ দিয়েই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে দায়িত্ব নিচ্ছেন লিটন কুমার দাস। নাজমুল হোসেন শান্তর পদত্যাগের প্রায় চার মাস পর বিসিবি টি-টোয়েন্টি দলের পূর্ণকালীন অধিনায়ক হিসেবে লিটনকে দায়িত্ব দেয়।
বাংলাদেশ স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানভীরুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।
আরব আমিরাত স্কোয়াড: মোহাম্মদ ওয়াসিম, রাহুল চোপড়া, আয়ান খান, মোহাম্মদ জোহাইব, মোহাম্মদ জুহাইব, মোহাম্মদ জাওয়াদউল্লাহ, মাতিউল্লাহ খান, হায়দার আলি, ইথান সোজা, ধ্রুব পরাশর, আসিফ খান, আরিয়ানশ শর্মা, আলিসান শারাফু, সাগির খান, সিমারজিত সিং।
ক্রিফোস্পোর্টস/১৭মে২৫/এজে
