
এবার অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ের যাত্রায় মেনেছে বাংলাদেশ। আসরটি ঘিরে দলের সঙ্গে নিজের স্বপ্নের কথা জানিয়েছেন অধিনায়ক আফিদা খন্দকার।
এশিয়ান কাপ কোয়ালিফায়ার নিয়ে বৃহস্পতিবার (৩১ জুলাই) বাফুফেতে সংবাদ সম্মেলনে নিজের স্বপ্নের কথা জানান অধিনায়ক।
সংবাদ সম্মেলনে তার সঙ্গে ছিলেন, কোচ পিটার বাটলার ও বাফুফের নারী ফুটবল উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ।
আরও পড়ুন
» স্পট ফিক্সিং ইস্যুতে নির্দোষ ব্রাজিলিয়ান তারকা
» এবার অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ের যাত্রায় বাংলাদেশ
অধিনায়ক আফিদা বলেন, আমরা সদ্য সাফ খেলেছি। স্কোয়াডের সবাই ম্যাচ খেলেছে। তাই বড় দলের বিপক্ষে মানসিকভাবে ভয় পাওয়ার কিছু নেই। দেশের জন্য আমরা ভালো কিছু করতে চাই।
টানা ম্যাচে ক্লান্তির প্রসঙ্গে তিনি বলেন, কোচ আগেই আমাদের জানিয়ে দিয়েছিলেন কোয়ালিফায়ার নিয়ে প্রস্তুত থাকতে। সাফে তিনি পরিকল্পনা অনুযায়ী খেলিয়েছেন, রোটেশন দিয়েছেন। ফলে ক্লান্তির কোনো সুযোগই হয়নি।
কোচের বার্তা কী- এই প্রশ্নে আফিদা বলেন, আমরা এখন কোচের নির্দেশনা মেনে অনুশীলন করছি। মাঠে নামলেই বাকিটা বুঝতে পারবেন সবাই।
বাছাই পর্বে এইচ গ্রুপে খেলবে বাংলাদেশ। তাদের প্রতিপক্ষ কোরিয়া রিপাবলিক, লাওস ও পূর্ব তিমুর।
৬ আগস্ট লাওসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের কোয়ালিফায়ার মিশন। এরপর ৮ আগস্ট পূর্ব তিমুর এবং ১০ আগস্ট শক্তিশালী কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে আফিদারা।
ক্রিফোস্পোর্টস/১আগস্ট২৫/এসএ/আইএইচআর/এনজি
