Connect with us
ফুটবল

শমিতদের উদযাপন নিয়ে কানাডিয়ান প্রিমিয়ার লিগের পোস্ট

Shomit Shome & CPL
শমিতদের উদযাপনের ভিডিও নিয়ে সিপিএলের পোস্ট। ছবি: সংগৃহীত

প্রায় ২২ বছরের আক্ষেপ ঘুচিয়ে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ। গতকাল মঙ্গলবার  (১৮ নভেম্বর) মোরসালিনের একমাত্র গোলে ভারতের বিপক্ষে ১-০ গোলে জয় পায় বাংলাদেশ। এদিন একাদশে ছিলেন শমিত সোম। খেলেছেন পুরো ৯০ মিনিট। ম্যাচপরবর্তী সময়ে নেচে আনন্দে জয় উল্লাস করেন শমিতরা। আর তাদের সেই নাচের ভিডিও দিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন জানায় কানাডিয়ান প্রিমিয়ার লিগের পেজ থেকে।

গতকাল ভারতের বিপক্ষে জয়ের পর আনন্দ উল্লাসে সময় পার করেন জাতীয় দলের সদস্যরা। সেখানে ছিলেন বাংলাদেশ দলের মিড ফিল্ডার শমিত সোমও। সেই ভিডিওতে দেখা যায় শমিতরা সহ তার সতীর্থরা নেচে গেয়ে জয় উল্লাস করছে। কানাডিয়ান প্রিমিয়ার লিগের পেজ থেকে  সেই ভিডিও দিয়ে ক্যাপশনে লিখা হয় “আমরা জানতাম না শাম এভাবে নাচতে পারে”।

তারা বাংলাদেশের জয়কে অভিনন্দন জানিয়ে লিখেন, “ক্যাভালারি এফসি মিডফিল্ডার শমিত শোম এবং বাংলাদেশ ১৯৯৯ সালের পর ভারতের বিরুদ্ধে তাদের প্রথম জয় নিশ্চিত করেছে। আমরা মনে করি এর চেয়ে আর ভালো খবর হতে পারে না! তাছাড়া সোম পুরো ৯০ মিনিট মাঠে থেকে খেলেছেন এবং জয়ে ভূমিকা রেখেছেন”।



এদিকে গতকাল ম্যাচের মাত্র তো ১১তম মিনিটেই বাংলাদেশকে লিড এনে দেন শেখ মোরসালিন। সতীর্থের দারুন এক ক্রস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করেন তরুণ এই ফুটবলার। লিড ধরে রেখেই বিরতিতে যায় বাংলাদেশ। প্রথমার্ধের গোটা সময়ে ভারতের সঙ্গে সমানতালে লড়াই করে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা। বিরতির পরেও শেষ পর্যন্ত লড়াই করে ১-০ গোলে জিতে ২২ বছরের আক্ষেপ ঘুচায় বাংলাদেশ।

উল্লেখ্য, শমিত সোম বর্তমানে কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব ক্যাভালরি এফসি-এর হয়ে খেলেন। তিনি একজন মিডফিল্ডার হিসেবে এই ক্লাবের হয়ে ফুটবল খেলেন। বাংলাদেশের জাতীয় দলের জার্সি গায়ে দেবার পর থেকে কানাডিয়ান প্রিমিয়ার লিগ ও তার দলের সবসময়ই বাংলাদেশের খেলা আলাদাভাবে নজর কাড়ে। এর আগেও নানাসময় তারা শমিতকে নিয়ে প্রশংসামূলক পোস্ট দিয়েছেন।

ক্রিফোস্পোর্টস/১৯নভেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল