
পুরুষদের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে কানাডা। শনিবার কিং সিটিতে বাহামাসকে ৭ উইকেটে হারিয়ে টানা পঞ্চম জয় তুলে নিয়ে তারা নিশ্চিত করে বিশ্বকাপের টিকিট।
আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে স্বাগতিক কানাডা এরই মধ্যে ৫ ম্যাচে পূর্ণ ১০ পয়েন্ট অর্জন করেছে। তাদের হাতে রয়েছে আর একটি ম্যাচ।
টস জিতে প্রথমে ফিল্ডিং নেয় কানাডা। বাহামাসের ইনিংস গুটিয়ে যায় মাত্র ৫৭ রানে। কালিম সানা ও শিবম শর্মা ৩টি করে উইকেট নিয়ে প্রতিপক্ষকে ধসিয়ে দেন।
জবাবে মাত্র ৫.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে কানাডা। দিলপ্রীত বাজওয়া ১৪ বলে অপরাজিত ৩৬ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
বাছাইপর্বে কানাডার দাপট
নিখিলস কিরটনের নেতৃত্বে কানাডা বাছাইপর্বে শুরু থেকেই ছিল অন্যতম ফেভারিট। প্রথম ম্যাচেই বারমুডাকে ১১০ রানে হারায় তারা। এরপর কেম্যান আইল্যান্ডসকে ৫৯ রানে এবং বাহামাসকে প্রথম দেখায় ১০ উইকেটে হারায়।
আরও পড়ুন:
»এমন বিতর্কেও নাম জড়ালো গিলের! আইসিসির নিয়মে যা আছে
»ভারত-ইংল্যান্ডের ম্যাচসহ আজকের খেলা (২২ জুন ২৫)
২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কায়। মোট ২০টি দল অংশ নেবে এবারের আসরে। ইতোমধ্যে নিশ্চিত হয়েছে ১৩ দলের অংশগ্রহণ। আয়োজক দেশে ভারত ও শ্রীলঙ্কা।
সরাসরি কোয়ালিফায়েড করেছে : আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান
আমেরিকা অঞ্চল : যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, এবং এখন কানাডা
এ ছাড়া আরও ৭টি দল আঞ্চলিক বাছাইপর্ব থেকে উঠে আসবে। দুটি দল ইউরোপ থেকে (৫-১১ জুলাই), দুটি আফ্রিকা থেকে (১৯ সেপ্টেম্বর-৪ অক্টোবর এবং তিনটি এশিয়া-ইস্ট এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে (১-১৭ অক্টোবর) নিশ্চিত করবে।
ক্রিফোস্পোর্টস/২২জুন২৫/এসএ/এনজি
