
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) গত আসরে শিরোপা ঘরে তুলেছিল ইসলামাবাদ ইউনাইটেড। চলতি আসরেও দারুন ছন্দে ছিল দলটি। এবার টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করতে বর্তমান চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে সাকিব-মিরাজ-রিশাদদের লাহোর কালান্দার্স।
আজ শুক্রবার (২৩ মে) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফায়ার খেলতে ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হবে লাহোর কালান্দার্স। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯ টায়।
এবারের টুর্নামেন্টে লাহোর কালান্দার যেন হয়ে উঠেছে এক টুকরো বাংলাদেশ। যেখানে খেলছেন দীর্ঘদিন যাবত জাতীয় দলের বাইরে থাকা সাকিব আল হাসান। সাথে আছেন মেহেদী হাসান মিরাজ এবং রিশাদ হোসেন। এর আগে নাহিদ রানাও ছিলেন এই দলে।
গতকাল বৃহস্পতিবার রাতে এলিমিনেটর নেচে করাচি কিংসকে পরাজিত করে টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করেছে লাহোর। জমজমাট এক ম্যাচে করাচিকে ৬ উইকেটে পরাজিত করে সাকিবরা।
আরও পড়ুন:
» জয়ের পর নিজের ভবিষ্যত ভাবনা নিয়ে যা জানালেন সাকিব
» কোয়ালিফায়ারে সাকিব-মিরাজদের ম্যাচসহ আজকের খেলা (২৩ মে ২৫)
অপরদিকে প্রথম কোয়ালিফায়ারে কোয়েটা গ্লাডিয়েটর্সের কাছে পরাজিত হয়ে সরাসরি ফাইনাল খেলার সুযোগ হারিয়েছে গেলবারের চ্যাম্পিয়ন ইসলামাবাদ। নিজেদের চতুর্থ শিরোপা জয়ের লক্ষ্যে এগিয়ে যেতে আজ লাহোরকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করতে হবে তাদের।
লাহোর কালান্দার্স ২০২২ ও ২০২৩ সালে টানা দুইবার পিএসএলের শিরোপা জিতেছিল। এরপর ২০২৪ সালে শিরোপা পুনরুদ্ধার করে ইসলামাবাদ। এর আগে ২০১৬ ও ২০১৮ সালে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। মজার বিষয় এর আগে হয়ে যাওয়া ৯ আসরে পাঁচবারই শিরোপা জিতেছে এই দুই দল মিলে।
আজ মুখোমুখি লড়াইয়ে যারা জিতবে, তারাই এগিয়ে যাবে টুর্নামেন্টের ফাইনালের উদ্দেশ্যে। আগামী ২৫ মে অনুষ্ঠিত হবে এবারের পিএসএল ফাইনাল। যেখানে এরই মধ্যে একটা স্পটের জন্য নাম লিখিয়ে রেখেছে কোয়েটা গ্লাডিয়েটর্স।
ক্রিফোস্পোর্টস/২৩মে২৫/এফএএস
