Connect with us
ফুটবল

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠতে পারবে বাংলাদেশ?

অনুশীলনে বাংলাদেশের যুবারা। ছবি- বাফুফে

ভুটানে চলছে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের খেলা। যেখানে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামবে বাংলাদেশ। ফাইনালে ওঠার লড়াইয়ে আজ পাকিস্তানকে চ্যালেঞ্জ জানাবে লাল-সবুজের প্রতিনিধিরা। একই দিন প্রথম সেমিফাইনালে নেপালের বিপক্ষে মাঠে নামবে ভারত।

আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সেমিফাইনাল ম্যাচ গুলো। এদিন সময় সন্ধ্যা ৬টায় মাঠে গড়াবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। আর বেলা ২টায় প্রথম সেমিফাইনালে ভারতের খেলবে নেপালের বিপক্ষে।

৭ দলের এই টুর্নামেন্টে গ্রুপ ‘এ’ থেকে রানার্সআপ হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। অপর দিকে ‘বি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েই সেমিতে এসেছে পাকিস্তান। আর বাংলাদেশের গ্রুপ থেকে সেরা হয়েছিল ভারত। নিজেদের শেষ ম্যাচে ভারত মালদ্বীপকে ৩-০ গোলে হারানোতে শেষ পর্যন্ত সেমিফাইনালে ওঠার সুযোগ পেয়েছে বাংলাদেশ।

লাল সবুজের প্রতিনিধিরা নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ১-০ গোলে পরাজিত হয়েছিল। এর পরের ম্যাচেই মালদ্বীপের সঙ্গে ১-১ গোলে গোলে ড্র করে বাংলাদেশ। গোল হজমের ব্যবধানে মালদ্বীপের তুলনায় এগিয়ে থাকায় পরের রাউন্ডে উঠেছে বাংলাদেশ।

‘বি’ গ্রুপে একদল বেশি থাকায় তিনটি করে ম্যাচ খেলেছে সকল দল। যেখানে নিজেদের ২ ম্যাচে জয় ও ১টিতে ড্র নিয়ে গ্রুপ সেরা হয়েছে পাকিস্তান। তবুও সেমিফাইনালে তাদের বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী কোচ সাইফুল বারী ও অধিনায়ক নুরুল হুদা।

বাফুফের পাঠানো ভিডিও বার্তায় অধিনায়ক বলেছেন, ‘গ্রুপ পর্বে ভালো-খারাপ মিলিয়ে খেলেছি আমরা। এখন নকআউট পর্ব। অনুশীলনে আগের ভুলগুলো শুধরে তৈরি হয়েছি। প্রতিপক্ষ হিসেবে পাকিস্তান অনেক ভালো দল। ওরা গ্রুপ সেরা হয়েছে। তবে আমরা আশা করি, পাকিস্তানকে হারিয়ে ফাইনালে যাব।’

আরও পড়ুন: ব্যাটিংয়ে ঝড় তুললেন সাব্বির, হাকালেন ৫ ছক্কায়

ক্রিফোস্পোর্টস/২৮সেপ্টেম্বর২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল