Connect with us
ক্রিকেট

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন ক্যামেরন গ্রিন

ক্যামেরন গ্রিন
ক্যামেরন গ্রিন। ছবি: সংগৃহীত

রবিবার (১৯ অক্টোবর) ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া। ইনজুরির কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। তার জায়গায় দলে ফিরেছেন টপ-অর্ডার ব্যাটার মার্নাস লাবুশেন।

ক্রিকেট অস্ট্রেলিয়ার এক বিবৃতিতে জানানো হয়েছে, গ্রিন অনুশীলনের সময় পাঁজরের নিচের অংশে হালকা চোট পান। ফলে রবিবার পার্থে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তিনি খেলতে পারবেন না। লাবুশেনকে ডাকা হয়েছে তার পরিবর্তে।

মার্নাস লাবুশেনকে প্রাথমিক দলে রাখা হয়নি, কিন্তু ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে আবারও সুযোগ পেলেন এই ডানহাতি ব্যাটার। সাম্প্রতিক সময়ে তিনি ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে আছেন।



গ্রিনের ইনজুরি অস্ট্রেলিয়ার জন্য হতাশার খবর, কারণ পিঠের পুরোনো ইনজুরি কাটিয়ে তিনি সম্প্রতি বোলিংয়ে ফিরেছিলেন। সর্বশেষ ওয়ানডেতে দেশের হয়ে খেলেছিলেন ১১৮ রানের দারুণ এক ইনিংস। তবে সৌভাগ্যের বিষয় হচ্ছে যে চোটটা গুরুতর নয়। ক্রিকেট অস্ট্রেলিয়ার মুখপাত্র জানিয়েছেন, গ্রিন কয়েকদিন বিশ্রামে থেকে পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করবেন এবং মাসের শেষ দিকে শেফিল্ড শিল্ডে খেলে অ্যাশেজের প্রস্তুতি শুরু করবেন।

অস্ট্রেলিয়া স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, বেন ডোয়ারশুইস, নাথান এলিস, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, ম্যাথিউ কুহনেমান, মার্নাস লাবুশেন, মিচেল ওউইন, জশ ফিলিপ, ম্যাথিউ রেনশ, ম্যাথিউ শর্ট, মিচেল স্টার্ক।দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে যোগ দেবেন: অ্যাডাম জাম্পা, অ্যালেক্স ক্যারি, জশ ইংলিস।

ক্রিফোস্পোর্টস/১৭অক্টোবর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট