Connect with us
ক্রিকেট

বুলবুলের প্রতিদ্বন্দ্বীর অভিযোগ, রাতের ভোটকে হার মানিয়েছে বিসিবি নির্বাচন

Bulbul’s rival alleges: BCB election outshines even overnight voting
বিসিবি নির্বাচন নিয়ে অভিযোগ এনেছেন আব্দুল্লাহ ফুয়াদ রেদোয়ান। ছবি- সংগৃহীত

নানা নাটকীয়তার পর আগামীকাল (সোমবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। এ পর্যন্ত নির্বাচন নিয়ে নাটকীয়তা কম হয়নি। নির্বাচনের আগের দিনও চলছে নানা নাটকীয়তা।

বিসিবি নির্বাচন নিয়ে গুরুতর অভিযোগ এনেছেন ঢাকা বিভাগে আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদীন ফাহিমের প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবদুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান। বিসিবির নির্বাচন রাতের ভোটকেও হার মানিয়েছে বলে অভিযোগ তুলেছেন জামালপুর জেলা ক্রীড়া সংস্থার এই কাউন্সিলর।

আজ (সোমবার) বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন রেদোয়ান। এ সময় গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘এরা সুকৌশলে এমন কাজ করছে, যা ব্যালট বাক্সকেও হার মানিয়ে ফেলছে। রাতের ভোটে তো ওরা ব্যালট বাক্স ভরছে, সেটা আলাদা বিষয়।’



এই অবস্থার পরিবর্তন চেয়ে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি করেছেন রেদোয়ান, ‘ক্রিকেটের স্বার্থে আমরা এই অবস্থার পরিবর্তন চাই। এসব যেন আর না থাকে। আমরা চাই না এমন পরিস্থিতি আর হোক। এই নির্বাচন বাতিল করে পুনরায় একটি স্বচ্ছ ও সুন্দর নির্বাচন দেওয়া হোক। সেখানে যে-ই নির্বাচিত হবে, তাকে আমরা সাদরে গ্রহণ করবো।’

রেদোয়ানের মতে, বুলবুল ঢাকা বিভাগ থেকে প্রার্থী হওয়ার যোগ্য নন। তিনি বলেন, ‘আমিনুল ইসলাম বুলবুল সাহেবের ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রার্থী হওয়া উচিত হয়নি। উনি কখনোই ঢাকা বিভাগের কোনো জেলারই সদস্য ছিলেন না। উনি এখানকার কোনো ক্রিকেট নিয়েও কাজ করেননি। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, যদি আপনারা দেখাতে পারেন উনি অতীতে প্রেসিডেন্ট হওয়ার আগে কোনো জেলার একটা ক্রিকেট নিয়ে একদিন ঢাকা বিভাগে মতবিনিময় করেছেন, তাহলে যা বলবেন তাই মেনে নেব।’

এদিকে বিসিবি নির্বাচন থেকে আগেই সরে দাঁড়িয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এছাড়া ঢাকার বেশিরভাগ ক্লাবের কাউন্সিলররা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

ক্রিফোস্পোর্টস/৫অক্টোবর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট