
গত মে মাসের শেষের দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দায়িত্ব পান আমিনুল ইসলাম বুলবুল। বিসিবির পরবর্তী নির্বাচন পর্যন্ত দায়িত্বে থাকবেন তিনি। অর্থাৎ কয়েক মাসের জন্য বোর্ডের দায়িত্বে এসেছিলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। তাছাড়া লম্বা সময় বিসিবিতে থাকার আগ্রহও ছিল না তার। তবে সম্প্রতি তার সেই ভাবনায় পরিবর্তন এসেছে।
পূর্বে নির্বাচন না করার কথা জানালেও এবার বিসিবি নির্বাচনে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়েছেন বুলবুল। আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিসিবির আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন এই বর্তমান সভাপতি।
আজ সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হব বুলবুল। সেখানেই নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি জানান তিনি। বুলবুল বলেন, ‘বিসিবি নির্বাচনে থাকার চেষ্টা করবো। সুযোগ পেলে আমি দেশের ক্রিকেট নিয়ে কাজ করতে চাই।’ অর্থাৎ বিসিবির পরিচালক পদে লড়ে লম্বা সময়ের জন্য সভাপতি হতে চান এই সাবেক ক্রিকেটার।
গতকাল (১ সেপ্টেম্বর) সিলেটে অনুষ্ঠিত বিসিবির বোর্ড সভায় বিসিবির নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। আগামী ৪ অক্টোবর হতে পারে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন। এ প্রসঙ্গে বুলবুল বলেন, ‘ইতোমধ্যেই বোর্ডের পক্ষ থেকে নির্বাচনের সময় ঘোষণা করা হয়েছে। ইনশাআল্লাহ আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা নির্বাচন করব। সঠিক নির্বাচনই হবে। এখানে সভাপতি নির্বাচন হয় না, পরিচালকদের নির্বাচন হয়।’
মাস তিনেক আগে বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পর বুলবুল বলেছিলেন, ‘আমি একটা কুইক টি-টোয়েন্টি ইনিংস খেলতে এসেছি।’ অর্থাৎ অল্প সময়ে দেশের ক্রিকেটে ভালো কিছু উপহার দিতে চেয়েছিলেন তিনি। এর মাঝে ফের তার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে গুঞ্জন উঠেছিল। তবে তখন তিনি জানিয়ে দিয়েছিলেন, অল্প সময়ের জন্য বোর্ডে এসেছেন তিনি।
তবে এবার বুলবুলের সেই ভাবনায় পরিবর্তন এসেছে। কয়েক মাস কাজ করার পর মানসিকতা বদলেছে তার। তাই এবার লম্বা সময়ের জন্য বিসিবিতে থাকার পরিকল্পনা করছেন সাবেক এই টাইগার অধিনায়ক।
ক্রিফোস্পোর্টস/২সেপ্টেম্বর২৫/বিটি
