Connect with us
ক্রিকেট

বিপিএলের দায়িত্বে বুলবুল, বাকি কার কাধে কোন কমিটির ভার

আমিনুল ইসলাম বুলবুল। ছবি- সংগৃহীত

আজ মঙ্গলবার (৭ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন পরিচালনা পর্ষদের প্রথম বোর্ড সভা। যেখানে বিভিন্ন কমিটির দায়িত্ব ভাগ করে বুঝিয়ে দেয়া হয়েছে সদ্য নির্বাচিত পরিচালকদের মাঝে। আর সেখানেই বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

এছাড়া বিসিবির গুরুত্বপূর্ণ ওয়ার্কিং কমিটি ও গ্রাউন্ডস কমিটির দায়িত্বও পেয়েছেন বোর্ড সভাপতি নিজে। আর আগের বারের মত ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যানের দায়িত্বে থাকছেন নাজমুল আবেদীন ফাহিম। ফাইনান্স কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন নাজমুল ইসলাম। আর গেম ডেভোলাপমেন্টের প্রধান হিসেবে থাকছেন বোর্ড পরিচালক ইশতিয়াক সাদেক।

বিসিবির মিডিয়া কমিটির নেতৃত্বে থাকছেন নতুন অভিভাবক আমজাদ হোসেন। এছাড়া বিসিবির নারী উইংয়ের প্রধানের দায়িত্ব পেয়েছেন আব্দুর রাজ্জাক। এইজ গ্রুপের দায়িত্ব পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং বোর্ড পরিচালক আসিফ আকবর। আর আম্পায়ারস কমিটির দায়িত্বে এবারও থাকছেন ইফতেখার রহমান মিঠু। মখলেসুর রহমান খান আছেন অডিট কমিটিতে।



হাই পারফরম্যান্স কমিটির দায়িত্বে আছেন খালেদ মাসুদ পাইলট। মার্কেটিং বিভাগের দায়িত্বে আছেন শাখাওয়াত হোসেন। সিকিউরিটি বিভাগের প্রধান হিসেবে থাকছেন মেহরাব আলম চৌধুরী। ফ্যাসিলিটিজ ডিপার্টমেন্টের চেয়ারম্যান শাহনিয়ান তানিম নাভিন। ডিসিপ্লিনারি কমিটিতে রয়েছেন ফায়াজুর রহমান। এছাড়া সিসিডিএম-এ আদনান রহমান দিপন ও টাইগার্সে রাহাত শামসকে দায়িত্ব দেয়া হয়েছে।

উল্লেখ্য, গতকাল ৬ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে বিসিবি নির্বাচন। এরপর আজই অনুষ্ঠিত হয়েছে নতুন পরিচালনা পর্ষদের প্রথম বোর্ড সভা। যেখানে নতুন পরিচালনা পর্ষদে বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। আর সহ-সভাপতি হিসেবে থাকছেন ফারুক আহমেদ এবং শাখাওয়াত হোসেন।

ক্রিফোস্পোর্টস/৭অক্টোবর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট