Connect with us
ক্রিকেট

বিসিবির ১৭তম সভাপতি বুলবুল, সহ-সভাপতি ফারুক-সাখাওয়াত

Bulbul elected as BCB’s 17th president, Faruq and Sakhawat as vice presidents.
বিসিবির ১৭তম সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ছবি- বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১৭তম সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সদ্য সাবেক এই সভাপতি। এছাড়া সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক সভাপতি ফারুক আহমেদ এবং বরিশাল বিভাগের ভোলা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর সাখাওয়াত হোসেন।

আজ সোমবার (৬ অক্টোবর) রাজধানীর সোনারগাঁও হোটেলে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, মোট ২৫ জন নির্বাচিত হন। বিসিবির ৩টি ক্যাটাগরি থেকে ২৩ জন পরিচালক সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন। বাকি ২ জন জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কোটায় নির্বাচিত হয়েছেন।

তামিম ইকবাল মনোনয়ন প্রত্যাহার করায় অনেকটা অনুমিতই ছিল যে বুলবুলই সভাপতি হতে যাচ্ছেন। অবশেষে সেটাই হলো। সভাপতি পদে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে রাজি হননি কোনো পরিচালক। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক এই বাংলাদেশ অধিনায়ক।



অন্যদিকে সহ-সভাপতি পদেও কোনো নির্বাচন হয়নি। এই পদের জন্য প্রার্থী ছিলেন ফারুক ও সাখাওয়াত। যার ফলে তারাও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

BCB Vice-president : Sakhawat Hossain and Faruq Ahmed

বিসিবির নতুন দুই সহ-সভাপতি সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ। ছবি-সংগৃহীত

এর আগে নির্বাচনে ক্যাটাগরি-১ এ ঢাকা বিভাগ থেকে নির্বাচিত হয়েছেন বুলবুল। সহ-সভাপতি সাখাওয়াত হোসেন নির্বাচিত হয়েছেন ক্যাটাগরি-১ এর বরিশাল বিভাগ থেকে। এই ক্যাটাগরি থেকে আরও নির্বাচিত হয়েছেন ঢাকা বিভাগে নাজমুল আবেদিন ফাহিম, চট্টগ্রাম বিভাগ থেকে আসিফ আকবর ও আহসান ইকবাল চৌধুরি, খুলনা বিভাগ থেকে আব্দুর রাজ্জাক ও জুলফিকার আলি খান, সিলেট বিভাগ থেকে রাহাত শামস, রাজশাহী বিভাগ থেকে মোখলেসুর রহমান ও রংপুর বিভাগ থেকে হাসানুজ্জামান।

ক্যাটাগরি-২ থেকে নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ। এই ক্যাটাগরি থেকে আরও আছেন ইফতেখার রহমান মিঠু, ইশতিয়াক সাদেক, শানিয়ান তানিম, মেহরাব আলম চৌধুরী, আমজাদ হোসেন, মোকসেদুল কামাল, মঞ্জুরুল আলম, আদনান রহমান দিপন, আবুল বাশার শিপলু, ফয়জুর রহমান ও নাজমুল ইসলাম।

ক্যাটাগরি-৩ এ একমাত্র প্রতিদ্বন্দ্বী দেবব্রত পালকে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে নির্বাচিত হয়েছেন খালেদ মাসুদ পাইলট। এছাড়া এনএসসি কোটা থেকে নির্বাচিত হয়েছেন এম ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।

ক্রিফোস্পোর্টস/৬অক্টোবর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট