বাংলাদেশের ক্রিকেট নিয়ে সমর্থকদের আগ্রহের কোন কমতি নেই। যতই খারাপ সময় আসুক না কেন দলকে তারা সমর্থন দিয়ে গেছে নিঃস্বার্থভাবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুপার ওভারে ম্যাচ হারের পর গুঞ্জন শোনা গিয়েছিল বাংলাদেশ দলের কোচ হচ্ছেন মোহাম্মদ আশরাফুল।
গুঞ্জন শোনা গিয়েছিল দলের ব্যাটিং কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের জায়গায় চাকরি পেতে যাচ্ছেন বাংলাদেশের এই সাবেক ওপেনার।
আশরাফুলের জাতীয় দলের কোচ হওয়ার আলোচনা যখন তুঙ্গে, ঠিক তখনই অস্ট্রেলিয়া সফর শেষ করে দেশে ফিরেছেন সদ্য নির্বাচিত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে আশরাফুলের জাতীয় দলের কোচ হওয়া প্রসঙ্গে জানতে চাওয়া তিনি বিষয়টিকে একদমই উড়িয়ে দেন। তিনি বলেন, ‘ধুর! না।’
‘যেহেতু এ মুহূর্তে জাতীয় দলে কোনো ব্যাটিং কোচ নেই, তাহলে ব্যাটিং কোচ নিয়ে আপনার তথা বিসিবির চিন্তা-ভাবনা কী?’ এমন প্রশ্ন করা হলে বিষয়টি এড়িয়ে যান বুলবুল।
বুলবুল বলেন, ‘আজকের (বৃহস্পতিবার) খেলাটা এখনো চলছে, একটা সিরিজ বাকি আছে এখনো। যেহেতু আমরা তিনটা ফরম্যাটে খেলি, এবং আপনি জানেন যে তিনটা ফরম্যাটে তিন ধরনের ব্যাটিং স্টাইল দরকার হয়, তাই একজন কোচ দিয়েতো আর সব স্টাইল পূর্ণ হয় না। আমরা সেই ব্যাপারেও আলোচনা করছি।’
ক্রিফোস্পোর্টস/২৪অক্টোবর২৫/এআই