
নাজমুল হোসেন শান্ত সরে দাঁড়ানোর পর ওয়ানডে ক্রিকেটে নেতৃত্বের ভার দেয়া হয়েছিল মেহেদী হাসান মিরাজের কাধে। তবে অধিনায়ক বদল করেও চিরচেনা এই ফরমেটে ভাগ্য বদলায়নি বাংলাদেশের। টানা তিন ওয়ানডে সিরিজে পরাজিত হয়েছিল টাইগাররা। তবে অধিনায়ক মিরাজকে আরও সময় দেয়ার পক্ষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
ওয়ানডে ফরমেটের অধিনায়কত্ব পেয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাটিতে তিন ম্যাচের সিরিজ খেলেছিলেন মেহেদী মিরাজ। যেখানে সবকটি ম্যাচ পরাজিত হয়ে ফিরতে হয়েছে টাইগারদের। সম্প্রতি আফগানিস্তানের বিপক্ষেও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। মাঝে শ্রীলঙ্কার কাছে পরাজিত হতে হয়েছে ২-১ ব্যবধানে।
টাইগারদের পছন্দের ফরমেটে এমন পরিসংখ্যান দেখে অনেকেই প্রশ্ন তুলেছিলেন মিরাজের নেতৃত্ব গুণাবলী নিয়ে। তবে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচ চলাকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি বুলবুল অধিনায়ক হিসেবে মিরাজকে আরো সময় দিতে বলেছেন। এছাড়া তিনি মনে করেন মিরাজের ভেতর সেই নেতৃত্ব গুণাবলীও রয়েছে।
আজ বৃৃহস্পতিবার মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে আমিনুল বুলবুল বলেছেন, ‘সবাই জানি মিরাজ একজন ক্যাপ্টেন ম্যাটেরিয়াল। ওকে একটু সময় দিতে হবে। খেলায় তো জয়-পরাজয় থাকবেই। অধিনায়কের মধ্যে যে ম্যাচিউরিটি দেখা যায়, বোঝা যায়… সেই ধরনের পটেনশিয়াল তার মধ্যেও আছে।’
বুলবুল আরো বলেন, ‘৩ ফরম্যাটে ৩ অধিনায়ক হতে হবে, এমন কোনো নিয়ম নেই। এর আগে আমরা আলোচনা করেছিলাম সুবিধা-অসুবিধা নিয়ে। অসুবিধার চেয়ে সুবিধাটাই বেশি। তারপরেও দেখব যারা আছে তাদের মধ্যে সেরা কে কাজটা করতে পারবে। একজন দুইটা করতে পারে, একজন তিনটাও করতে পারে। এটা পরিস্থিতির ওপর নির্ভর করে।’
তবে অবশেষে ওয়ানডে সিরিজে জয় দেখা পেয়েছে বাংলাদেশ দল। আজ বৃহস্পতিবার রাতে ওয়েস্ট ইন্ডিজকে ১৭৯ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করেছে টাইগাররা। এতে কিছুটা স্বস্তির দেখা পাবেন নিশ্চয়ই অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তবে আপাতত ওয়ানডে ফরমেটে বাংলাদেশের আর তেমন কোন ব্যস্ততা নেই।
ক্রিফোস্পোর্টস/২৩অক্টোবর২৫/এফএএস
