ওয়েলিংটনের একটি নাইট ক্লাবের ঘটনায় নিজের আগের বক্তব্য থেকে সরে এসেছেন ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হ্যারি ব্রুক। গত বছরের ৩১ অক্টোবর, নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের আগের রাতে নিরাপত্তাকর্মীর সঙ্গে বিবাদে জড়ানোর পর তিনি দাবি করেছিলেন, ঘটনাস্থলে একাই ছিলেন। তবে এবার স্বীকার করেছেন, সেই তথ্য সঠিক ছিল না।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি–টোয়েন্টিতে জয় পাওয়ার পর দেওয়া এক বিবৃতিতে ব্রুক জানান, সতীর্থদের নাম যাতে প্রকাশ্যে না আসে, সে কারণেই তিনি পুরো ঘটনা বলেননি। তাঁর মতে, ওই পরিস্থিতিতে অন্যদের জড়ানো ঠিক হবে না ভেবেই আগের মন্তব্য করেছিলেন।
ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ জানিয়েছে, ঘটনার সময় ব্রুকের সঙ্গে ছিলেন ব্যাটসম্যান জ্যাকব বেথেল ও পেসার জশ টাং। সংবাদমাধ্যমে এই তথ্য প্রকাশিত হওয়ার পরই ব্রুক আনুষ্ঠানিকভাবে নিজের অবস্থান পরিষ্কার করেন। তিনজনই এখন তদন্তের আওতায় রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ব্রুক বলেন, ওয়েলিংটনের ঘটনায় যা ঘটেছে, তার দায় তিনি নিচ্ছেন। আগের মন্তব্যের জন্য অনুতপ্ত বলেও জানান তিনি। তাঁর কথায়, আমি চেয়েছিলাম সতীর্থরা যেন আমার সিদ্ধান্তের কারণে সমস্যায় না পড়েন। কিন্তু এখন বুঝছি, পুরো সত্য না বলা ঠিক হয়নি।
অধিনায়ক হিসেবে মাঠের বাইরের দায়িত্ব নিয়েও আত্মসমালোচনা করেছেন ২৫ বছর বয়সী এই ব্যাটার। তাঁর মতে, নেতৃত্ব মানে শুধু পারফরম্যান্স নয়, আচরণ ও সিদ্ধান্তেও দায়িত্বশীল থাকা। এই দিকগুলোতে নিজেকে আরও উন্নত করার প্রয়োজন রয়েছে বলেও স্বীকার করেন তিনি।
তবে ব্রুকের এই স্বীকারোক্তি ইংল্যান্ড দলের ব্যবস্থাপনা পরিচালক রব কির আগের মন্তব্যকে প্রশ্নের মুখে ফেলেছে। গত ডিসেম্বরে মেলবোর্ন টেস্টের আগে কির জানিয়েছিলেন, ওয়েলিংটনের ঘটনার পর কোনো আনুষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হয়নি।
গত সপ্তাহেও কলম্বোতে ব্রুক বলেছিলেন, খেলোয়াড়দের আস্থা ফেরানো তাঁর লক্ষ্য। তখনও তিনি দাবি করেছিলেন, ক্লাবে একাই ছিলেন এবং বাউন্সারের সঙ্গে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে জড়িয়ে পড়েন। সে সময় তিনি জানান, পুরোপুরি মাতাল ছিলেন না, তবে পরিস্থিতিতে জড়ানো উচিত হয়নি।
ক্রিফোস্পোর্টস/৩১জানুয়ারি২৬/টিএ
