Connect with us
ক্রিকেট

রেকর্ডগড়া সেঞ্চুরির পরদিনই আইসিসি থেকে সুখবর পেলেন ব্রেভিস

Brevis got good news from ICC the day after the record century
অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করেন ডেওয়াল্ড ব্রেভিস। ছবি- সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন ডেওয়াল্ড ব্রেভিস। গতকাল মঙ্গলবার (১২ আগস্ট) অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাত্র ৪১ বলে সেঞ্চুরি তুলে নেন ‘বেবি এবি’ তকমা পাওয়া এই তরুণ। আর সেঞ্চুরির পরদিনই আইসিসি থেকে বড় সুখবর পেলেন ২২ বছর বয়সী এই মারকুটে ব্যাটার।

আজ বুধবার (১৩ আগস্ট) সাপ্তাহিক হালনাগাদকৃত র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় বিশাল উন্নতি করেছেন ব্রেভিস। ৮০ ধাপ এগিয়ে ২১ নম্বরে উঠে এসেছেন তিনি। তার রেটিং পয়েন্ট ৬১৪। টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে এটাই তার ক্যারিয়ারসেরা অবস্থান।

২০২৩ সালে ঘরের মাটিতে এই অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল ব্রেভিসের। তবে অভিষেক সিরিজে পর লম্বা সময় দলের বাইরে ছিলেন তিনি। জিম্বাবুয়েতে সদ্য সমাপ্ত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ দিয়ে পুনরায় দলে ফেরেন তিনি। আর সেখানে ভালো করে জায়গা করে নেন অস্ট্রেলিয়া সফরের দলে।



ডারউইনে সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হন তিনি। তবে দ্বিতীয় ম্যাচেই তুলে নেন রেকর্ডগড়া সেঞ্চুরি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি ছিল তার নবম ম্যাচ। এর আগে প্রথম আট ম্যাচে কোনো ফিফটিও ছিল না তার। প্রথম ফিফটি রানের মাইলফলক স্পর্শ করে সেটিকে সেঞ্চুরিতেও রূপ দেন এই তরুণ। শেষ পর্যন্ত ৫৬ বল খেলে ১২টি চার ও ৮টি ছক্কার মারে ১২৫ রানে অপরাজিত ছিলেন ব্রেভিস। তার রেকর্ডগড়া ইনিংসে ভর করে ৫৩ রানের জয় নিয়ে সিরিজে ১-১ সমতা ফেরায় সফরকারীরা।

এদিকে টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতি করেছেন তার সতীর্থ ট্রিস্টিয়ান স্টাবসও। ১২ ধাপ উন্নতি করে ২৮ নম্বরে উঠে এসেছে এই প্রোটিয়া ব্যাটার। এছাড়া অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে ৬ ধাপ এগিয়েছেন টিম ডেভিড ও ক্যামেরন গ্রিন। ডেভিড এখন ১০ নম্বরে এবং গ্রিন ১৭ নম্বরে অবস্থান করছেন। অবশ্য ডেভিডের এটাই ক্যারিয়ারসেরা র‍্যাঙ্কিং।

ব্যাটারদের তালিকায় শীর্ষস্থানে কোনো পরিবর্তন আসেনি। বরাবরের মতোই শীর্ষে আছেন ভারতের অভিষেক শর্মা। তবে তিলাক ভর্মা ও ফিল সল্ট একধাপ করে এগিয়ে যথাক্রমে দুই ও তিন নম্বরে অবস্থান করছেন। দুই ধাপ পিছিয়ে চারে নেমে গেছেন ট্রাভিস হেড।

ক্রিফোস্পোর্টস/১৩আগস্ট২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট