Connect with us
ফুটবল

ব্রাজিলের হেক্সা মিশন ব্যর্থ, কোন ম্যাচ না জিতে গ্রুপপর্বেই বিদায়

এভাবেই মাথা নিচু করে মাঠ ছেড়েছে ব্রাজিল। ফাইল ছবি

সর্বশেষ ২০১১ সালে চ্যাম্পিয়ন, এরপর কেটে গেছে দশটি বছর। কিন্তু ছুঁয়ে দেখা হয়নি বিশ্বকাপ। মোট পাঁচবার শিরোপাজয়ী ব্রাজিলের সামনে এবার সুযোগ ছিল ষষ্ঠ শিরোপা জয়ের। অর্থাৎ হেক্সা মিশন জয়ের। কিন্তু এবারও ব্যর্থ। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ২০২৫ আসরে গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছে পেলে-নেইমারের উত্তরসূরীরা।

গ্রুপ সি থেকে কোনো ম্যাচ না জিতে খালি হাতেই ফিরতে হয়েছে লাতিন আমেরিকার দেশটির। প্রথম ম্যাচে মেক্সিকোর সঙ্গে ২-২ গোলে ড্র করলেও পরের ম্যাচে মরক্কোর কাছে ২-১ গোলে হেরে ব্যাকফুটে চলে গিয়েছিল ইয়াগো সিলভারা। আর আজ শেষ ম্যাচে স্পেনের কাছে ১-০ গোলে মাথা নিচু করেই মাঠ ছেড়েছে তারা।

এদিন চিলির জুলিও মার্টিনেজ স্টেডিয়ামে বেশ দারুণ লড়াই করেছে ব্রাজিল। আক্রমণ বেশি করলেও বল দখলে এগিয়ে ছিল স্পেন। প্রথমার্ধ পর্যন্ত গোল পায়নি দুদলের কেউই। আক্রমণ-পাল্টা আক্রমণে প্রথম অর্ধের খেলা শেষ হয়েছিল গোল শূন্যতে।



কিন্তু বিরতি থেকে ফিরেই জ্বলে ওঠে স্পেন। ৪৭ মিনিটে ডি বক্সের মধ্যে পাবলো গার্সিয়ার দেওয়া আলতো পাস পেয়ে যান স্পেন অনূর্ধ্ব-২০ দলের নাম্বার টেন ইকার ব্রাভো। সামান্য এগিয়ে ব্রাজিল গোলরক্ষককে পরাস্ত করে বল জালে জড়িয়ে দেন ব্রাভো। এতেই উল্লাসে মাতে স্পেন।

এরপর ছিল বল দখলের লড়াই। কিন্তু কেউই আর গোল পায়নি। শেষ পর্যন্ত একাধিক হলুদ দেখলেও গোলের দেখা পায়নি নীল-হলুদের দল। ১-০ গোলে হেরে মাঠ ছাড়ে সেলেকাও জুনিয়রররা।

সি গ্রুপ থেকে তিন ম্যাচে দুই জয় ও এক হারে গ্রুপের শীর্ষে থেকে সুপার সিক্সটিনে পা রেখেছে মরক্কো। দুই ড্র ও এক জয়ে দুইয়ে থেকে পরের রাউন্ডে গেছে মেক্সিকোও। তিনে থাকা স্পেনের আশা এখনও টিকে রয়েছে। কিন্তু ব্রাজিল বাড়ির পথ ধরবে।

ক্রিফোস্পোর্টস/৫অক্টোবর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল