এমন প্রতিশোধ নেবে ব্রাজিল! কে ভেবেছিল? কাতারা বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে পেনাল্টিতে মন ভেঙেছিল সেলেসাওদের। কিন্তু এবার যেন একই প্রতিপক্ষের ভিন্ন মূর্তি দেখলো ক্রোয়েটররা। রীতিমত ক্রোয়েশিয়ার জালে গোল উৎসব করলো ব্রাজিল। এক-দুটি নয়— গুনে গুনে ৮টি গোল দিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
তবে এটি ভিন্ন মঞ্চ, উজবেকিস্তানে ফিফা ফুটসাল বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে ৮-১ গোলে বিধ্বস্ত করেছে টিম ব্রাজিল। সেলেসাও তারকা পিটোর গোলে ১৩ মিনিটে লিড পায় ব্রাজিল। মারিনোভিচ ক্রোয়েশিয়াকে সমতায় ফেরায়।
এরপরই পাল্টে যেতে থাকে দৃশ্যপট। ম্যাচের বাকি সময়ে আর ফিরতে পারেনি ক্রোইয়েটররা। এরপর পিটো জোড়া গোল করেন। পরে গোলের তালিকায় নাম লেখান— নেগিনহো, আর্থার, রাফা ও ডিয়েগো।
আরও পড়ুন :
» উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ আজকের খেলা (১৮ সেপ্টেম্বর ২৪)
» ধান কোচের বিদায়ে যা বললেন রোনালদো
টানা দুই ম্যাচে ১৮ গোলের জয়ে আসরের সুপার সিক্সটিনে পা দিয়েছে ব্রাজিল। গ্রুপ পর্বে ব্রাজিলের শেষ ম্যাচ আগামী ২০ সেপ্টেম্বর থাইল্যান্ডের বিপক্ষে। এ গ্রুপের অন্য ম্যাচে থাইল্যান্ড ১০-৫ গোলে হারিয়েছে কিউবাকে। এক দিন অন্য ম্যাচগুলোর ফলাফলে কোয়ার্টার নিশ্চিত করেছে প্যারাগুয়ে ও থাইল্যান্ড।
এদিকে এবারের আসরে সর্বোচ্চ গোলদাতার আসনে রয়েছেন ব্রাজিলের মার্সেল।
ক্রিফোস্পোর্টস/১৮সেপ্টেম্বর২৪/এসএ