Connect with us
ফুটবল

এস্তেভাওয়ের হাতে ব্রাজিলের ভবিষ্যৎ নিরাপদ : আনচেলত্তি

Estevao and Carlo Anchelotti
এস্তেভাও এবং কার্লো আনচেলত্তি। ছবি- সংগৃহীত

ইতিহাসে প্রথমবারের মতো সেনেগালের বিপক্ষে জয়ের দেখা পেয়েছে ব্রাজিল ফুটবল দল। যেখানে দলকে প্রথম লিড এনে দেন তরুণ ফরোয়ার্ড এস্তেভাও। যা জাতীয় দলের জার্সিতে ১৮ বছর বয়সী এই ফুটবলারের চতুর্থ গোল। ম্যাচ শেষে এস্তেভাওয়ের গতি, দক্ষতা ও গোল—সবকিছু নিয়েই প্রশংসা ঝরিয়েছেন ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি।

লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে সেনেগালকে ২-০ গোলে হারানোর পর এস্তেভাওকে নিয়ে আনচেলত্তি বলেন, ‘এস্তেভাও ডান দিকটা দারুণভাবে ব্যবহার করেছে। ওর প্রতিভা অবিশ্বাস্য। এত কম বয়সে এমন পরিপক্ব খেলা দেখে আমি বিস্মিত। সে মাঠে যেমন প্রভাব বিস্তার করে, ঠিক তেমনই নির্ভুল তার ফিনিশিং। সে খুবই প্রভাবশালী ফুটবলার। আমি নিশ্চিত, তার হাতে ব্রাজিলের ভবিষ্যৎ নিরাপদ।’

মিলিতাওয়ের সঙ্গে এস্তেভাওয়ের বোঝাপড়ারও প্রশংসা করে আনচেলত্তি বলেন, ‘আমার মনে হয় মিলিতাও এবং এস্তেভাও জুটি দুর্দান্ত পারফর্ম করেছে। মিলিতাও শারীরিক ও মানসিকভাবে অসাধারণ ফিট। আমার মনে হয় দুই বছর খেলার বাইরে থাকা তাকে মানসিকভাবে আরও পরিণত করেছে। আর এস্তেভাওয়ের বয়স এখন কম। তার আরও উন্নতি করতে হবে। তবে তার মাঝে প্রতিভার কোনো ঘাটতি নেই।’



এদিকে এই ম্যাচের আগে দুই দফায় সেনেগালের মুখোমুখি হলেও জয়ের দেখা পায়নি ব্রাজিল। বরং নিজেদের সর্বশেষ ম্যাচে ২০২৩ সালে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৪-২ গোলে পরাজিত হয়েছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তার আগে ২০১৯ সালের অক্টোবরে প্রথমবার মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও সেনেগাল। সেই প্রীতি ম্যাচ হয়েছিল ১-১ গোলে ড্র।

ইতিমধ্যে বাছাই পর্ব পেরিয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল। তারপর থেকেই নিজেদের সর্বোচ্চ প্রস্তুতির জন্য বিশ্বের বিভিন্ন অঞ্চলের দেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। এর আগে গেল মাসে এশিয়ান দুই দেশের মুখোমুখি হয় ব্রাজিল। যেখানে জয়-পরাজয়ের মিশ্র অভিজ্ঞতা রয়েছে দলটির।

ক্রিফোস্পোর্টস/১৬নভেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল