দীর্ঘ ক্যারিয়ার, অসংখ্য শিরোপা সবকিছুর ইতি টেনে অবশেষে ফুটবলকে বিদায় জানালেন ব্রাজিলের তারকা মিডফিল্ডার ফের্নান্দিনিয়ো। প্রায় এক বছর ধরে কোনো ক্লাবের সঙ্গে চুক্তি ছিল না, আর সেই অপেক্ষাই শেষ করলেন নিজেই। ব্রাজিলে একটি চ্যারিটি ম্যাচ খেলার পর ৪০ বছর বয়সী এই মিডফিল্ডার ঘোষণা দিলেন, পেশাদার ফুটবলে আর ফিরছেন না।
ফের্নান্দিনিয়োর নিজের কথাতেই স্পষ্ট ছিল ক্লান্তি আর পরিপূর্ণতার অনুভব। ম্যাচ শেষে তিনি বলেন, তিনি আর ফুটবলে নতুন কিছু খুঁজে পান না। যা অর্জন করার ছিল, সবই করেছেন। এখন আর ফুটবলে থাকতে চান না। জীবনের বাকি সময়টুকু দিতে চান পরিবারকে।
এদিকে আতলেতিকো পারানেন্সের হয়ে শুরু হয় তাঁর যাত্রা। তারপর ইউরোপে পা রাখেন ২০০৯ সালে, যোগ দেন শাখতার দোনেৎস্কে। সেখানে কাটান সেরা বছরগুলো। ৬টি লিগ শিরোপা, ২০০৯ সালের উয়েফা কাপ, আর ধারাবাহিক পারফরম্যান্সে নজর কাড়েন বড় ক্লাবগুলোর।
২০১৩ সালে তিনি পৌঁছান ম্যানচেস্টার সিটিতে, আর সেখানেই তৈরি হয় তাঁর দীর্ঘদিনের ক্যারিয়ার। সিটির হয়ে খেলেছেন ৩৮৩ ম্যাচ, জিতেছেন ১৩টি শিরোপা ৫টি প্রিমিয়ার লিগ, ৬টি লিগ কাপসহ আরও অনেক ছোট-বড় সাফল্যের সাক্ষী হন তিনি। মাঠের ভেতরে-বাইরে তাঁর নেতৃত্ব, দৃঢ়তা সিটিকে বদলে দিয়েছিল। ২০২২ সালে তার সিটি ছাড়ার সিদ্ধান্তে বিস্মিত হয়েছিলেন পেপ গুয়ার্দিওলাও।
ফের্নান্দিনিয়ো ক্লাবে যেমন উজ্জ্বল ছিলেন, তেমনি জাতীয় দলের হয়েও কম অবদান রাখেননি। ব্রাজিলের হয়ে তিনি খেলেছেন ৫৩ ম্যাচ, দুটি বিশ্বকাপ। ২০১৯ সালের কোপা আমেরিকার শিরোপা জয়েও দলের অংশ হিসেবে ছিলেন। এছাড়া অনূর্ধ্ব-২০ বিশ্বকাপও জিতেছিলেন তিনি। সবমিলিয়ে এক বর্ণাঢ্য ক্যারিয়ার পার করেছেন ফের্নান্দিনিয়ো।
শেষ দিকে এসে বয়স, ক্লান্তি, আর নিজের অর্জনের তৃপ্তি সব মিলিয়ে ফের্নান্দিনিয়ো ফুটবলকে চিরতরে বিদায় বলে দিলেন। ফুটবলকে অনেক কিছু দিয়েছেন তিনি। তাই জীবনের বাকি সময়টা এখন কাটাতে চান পরিবারের মানুষদের সাথে।
ক্রিফোস্পোর্টস/২২নভেম্বর২৫/টিএ