Connect with us
ফুটবল

স্পট ফিক্সিং ইস্যুতে নির্দোষ ব্রাজিলিয়ান তারকা

লুকাস পাকেতা। ছবি - সংগৃহীত

ম্যাচে ইচ্ছাকৃতভাবে হলুদ কার্ড দেখিয়ে জুয়ায় অংশ নেওয়ার অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন লুকাস পাকেতা। দীর্ঘ তদন্ত শেষে স্বস্তির খবর পেলেন ওয়েস্ট হ্যাম ইউনাইটেড ও ব্রাজিল জাতীয় দলের এই মিডফিল্ডার।

ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) পক্ষ থেকে জানানো হয়েছে, পাকেতার বিরুদ্ধে আনা স্পট ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণিত হয়নি। প্রায় দুই বছর ধরে চলা তদন্ত শেষে স্বাধীন রেগুলেটরি কমিশন এই সিদ্ধান্তে পৌঁছায়।

২০২৪ সালের মে মাসে পাকেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনে এফএ। অভিযোগ ছিল, ২০২২ ও ২০২৩ সালে চারটি ম্যাচে তিনি স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত ছিলেন। তবে পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তদন্ত চলাকালে তাকে আজীবন নিষিদ্ধ করার কথাও উঠেছিল।



আরও পড়ুন:

টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে নেদারল্যান্ডস!

আইসিসির নতুন র‍্যাঙ্কিং প্রকাশ, মুস্তাফিজ-জাকেররা কে কোথায়?

লুকাস পাকেতা এ ঘটনায় শুরু থেকেই নিজের নির্দোষ থাকার কথা জানিয়ে আসছিলেন। অভিযোগ থেকে মুক্তি পাওয়ার পর তিনি বলেন, আমি শুরু থেকেই জানতাম আমি নির্দোষ। সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাই।

তিনি আরও ধন্যবাদ জানান, তার পরিবার, বন্ধু, আইনজীবী দল এবং ওয়েস্ট হ্যাম ক্লাবকে, যারা পুরো সময়টিতে তার পাশে ছিলেন।

এফএ জানায়, যদিও মূল ফিক্সিংয়ের অভিযোগে পাকেতা নির্দোষ প্রমাণিত হয়েছেন। তবে তদন্তে সহযোগিতা না করার দুটি অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ অভিযোগ আংশিকভাবে প্রমাণিত হয়েছে। এ নিয়ে আর্থিক জরিমানা বা ছোটখাটো শাস্তি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ক্রিফোস্পোর্টস/১ আগস্ট ২৫/এমএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল