
২০২২ সালে আয়াক্স থেকে ১০ কোটি ইউরোতে অ্যান্তোনিকে দকে ভেড়ায় ম্যানচেস্টার ইউনাইটেড। তবে এই ইংলিশ ক্লাবটিতে যোগ দিতে আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি তিনি। শেষ পর্যন্ত ২০২৫ সালের জানুয়ারিতে ধারে স্প্যানিশ ক্লাব রিয়াল বেতিসে যোগ দেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। আর সেখানে গিয়েই নিজের পুরোনো ছন্দ ফিরে পান। অবশেষে স্প্যানিশ এই ক্লাবটিতেই স্থায়ী চুক্তিতে যোগ দিতে যাচ্ছেন ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড।
২০২৪-২৫ মৌসুম শেষ হওয়ার মধ্য দিয়েই বেতিসে অ্যান্তোনির ধারের মেয়াদ শেষ হয়েছে। ফলে নতুন মৌসুমে পুনরায় ম্যানইউ শিবিরে ফিরতে হয়েছে তাকে। কিন্তু রুবেন আমোরিমের পরিকল্পনায় নেই তিনি। প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে ম্যানইউ ইতোমধ্যে দু’টি ম্যাচ খেলেছে। তবে কোনো ম্যাচের স্কোয়াডেই ছিলেন না এই ফরোয়ার্ড।
আমোরিমের পরিকল্পনার বাইরে থাকায় ম্যানইউ ছাড়তে চান অ্যান্তোনি। স্থায়ী চুক্তিতে রিয়াল বেতিসেই যোগ দিতে চান এই ফরোয়ার্ড। সেই লক্ষ্যে দুই ক্লাবের মধ্যেই চলছে আলোচনা। নতুন চুক্তিতে বেতিসেই ফিরতে যাচ্ছেন তিনি।
এ প্রসঙ্গে সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, অ্যান্তোনির চুক্তি বিষয়ে রিয়াল বেতিস ও ম্যানইউর মধ্যে আলোচনা চলছে। চুক্তির মূল বিষয়গুলো নিয়ে দুই পক্ষই সমঝোতায় পৌঁছে গেছে। অ্যান্তোনির বেতিসে ফেরা অনেকটাই চূড়ান্ত। তাছাড়া দলবদলের বিশ্বস্ত মুখ ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোও জানিয়েছেন একই কথা। অ্যান্তোনিকে নিয়ে দুই ক্লাব চুক্তির খুব কাছাকাছি আছে বলে জানিয়েছেন তিনি।
২০২৫ সালে শীতকালীন দলবদলে ধারে বেতিসে যোগ দেন অ্যান্তোনি। স্প্যানিশ এই ক্লাবটির হয়ে সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে ২৬ ম্যাচ খেলে ৯ গোল ও ৫ অ্যাসিস্ট করেন তিনি। কনফারেন্স লিগে বেতিসের ফাইনালে ওঠার পেছনে বড় অবদান ছিল তার। সেমিফাইনালের দুই লেগ মিলিয়ে ২ গোলের পাশাপাশি একটি অ্যাসিস্টও ছিল তার। অবশ্য ফাইনালে চেলসির কাছে হেরে যায় দলটি। এবার ক্লাবটির হয়ে নতুনভাবে শুরু করতে মুখিয়ে আছেন এই ফরোয়ার্ড।
ক্রিফোস্পোর্টস/২৭আগস্ট২৫/বিটি
