
ফিফা ক্লাব বিশ্বকাপ দিয়ে গত জুলাইয়ে আলোচনায় এসেছিলেন ব্রাজিলিয়ান গোলরক্ষক ফ্যাবিও ডেইভসন লোপেজ। ফ্লুমিনেন্সের হয়ে খেলা এই ৪৪ বছর বয়সী গোলরক্ষক মূলত বয়সের কারণেই আলোচনায় এসেছিলেন। ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়া সবচেয়ে বেশি বয়সী ফুটবলার ছিলেন তিনিই। এবার নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন এই গোলরক্ষক।
প্রতিযোগিতামূলক ফুটবলে সর্বোচ্চ ম্যাচ খেলার বিশ্বরেকর্ড গড়েছেন ফ্যাবিও। ইংল্যান্ডের সাবেক ফুটবলার পিটার শিলটনের রেকর্ড ভেঙে শীর্ষে উঠে এসেছেন এই গোলরক্ষক। শিলটন ১৩৯০টি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন। ১৩৯১টি ম্যাচ খেলে শিলটনকে ছাড়িয়ে গেছেন ফ্যাবিও।
আজ (২০ আগস্ট) সকালে ফ্লুমিনেন্সের জার্সিতে কোপা সুদামেরিকানার শেষ ষোলোর ম্যাচে আমেরিকা ডি ক্যালির বিপক্ষে ক্যারিয়ারের ১৩৯১তম ম্যাচটি খেলেন ফ্যাবিও। তার কীর্তি গড়ার এই ম্যাচে ২-০ গোলে জয় পেয়েছে ফ্লুমিনেন্স।
১৯৯৭ সালে পেশাদার ফুটবলে অভিষেক হয় ফ্যাবিওর। অভিষেকের পর ২৮ বছরের ক্যারিয়ারে ব্রাজিলের ৫টি ভিন্ন ভিন্ন ক্লাবের হয়ে খেলেছেন তিনি। ইউনিয়াও বন্দেইরান্তে, অ্যাটলেটিকো প্যারানেন্স, ভাস্কো দা গামা, ক্রুজেইরো এবং বর্তমানে ফ্লুমিনেন্সের প্রতিনিধিত্ব করেছেন এই গোলরক্ষক।
ক্যারিয়ারের অধিকাংশ সময় কাটিয়েছেন ক্রুজেইরোতে। ২০০৫ থেকে ২০২২ সালের মধ্যে ক্লাবটির হয়ে ৯৭৬টি ম্যাচ খেলেছেন তিনি। ভাস্কো দা গামার হয়ে খেলেছেন ১৫০টি ম্যাচ। সর্বশেষ রেকর্ড-ভাঙ্গা ম্যাচটি ছিল ফ্লুমিনেন্সের হয়ে তার ২৩৫তম ম্যাচ।
তবে ফ্যাবিও কখনো ব্রাজিলের জাতীয় দলের হয়ে খেলেননি। ১৯৯৭ সালে ব্রাজিলের জার্সিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছেন তিনি। তবে মূল দলে কখনো সুযোগ মেলেনি। অন্যদিকে শিলটন ক্লাব ক্যারিয়ারে ১২৪৯ ম্যাচ এবং ইংল্যান্ড জাতীয় দলের জার্সিতে ১২৫ ম্যাচ খেলেছেন।
এছাড়া এই তালিকায় তিনে আছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এখন পর্যন্ত ১২৮৩ ম্যাচ খেলেছেন ৪০ বছর বয়সী এক ফরোয়ার্ড।
ক্রিফোস্পোর্টস/২০আগস্ট২৫/বিটি
