
ক্লাব বিশ্বকাপের এবারের আসরে অসংখ্য অঘটনের সম্মুখীন হয়েছে ফুটবল বিশ্ব। যেখানে অন্যতম ছিল ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগোর কাছে পিএসজির পরাজয়। আর সেই ম্যাচে জয়ের নায়ক ছিলেন ব্রাজিল ফরোয়ার্ড ইগো জেসুস।
বৈশ্বিক এই ক্লাব টুর্নামেন্টে আলো ছড়িয়ে এবার ইংলিশ প্রিমিয়ার লিগে নাম লেখালেন জেসুস। চার বছরের চুক্তিতে তাকে দলে নিয়েছে নটিংহ্যাম ফরেস্ট। গতকাল রোববার বিষয়টি নিশ্চিত করেছে ইংলিশ এই ক্লাব। অবশ্য ট্রাস্টফারের বিষয়ে পরিস্কার কিছু জানায়নি নটিংহ্যাম।

বোটাফোগোতে ইগো জেসুস।
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে অ্যাটলেটিকো মাদ্রিদকে বিদায় করেছে বোটাফোগো। পিএসজির সাথে গ্রুপ রানার্সআপ হয়ে টুর্নামেন্টের শেষ ষোলোতে উঠেছিল তারা। তবে স্বদেশি দল পালমেইরাসের কাছে পরাজিত হয়ে অবশেষে ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে বোটাফোগো।
আরও পড়ুন:
» বাংলাদেশি আম্পায়ারকে প্রশংসায় ভাসালেন হার্শা ভোগলে
» এশিয়ান কাপের টিকিট নিয়ে ফিরেই যা বললেন পিটার বাটলার
২৪ বছর বয়সী জেসুস সংযুক্ত আরব আমিরাতের ক্লাব শাবাব আল আহলি থেকে ২০২৪ সালের জুলাইয়ে পাড়ি জমায়। সেখানে লাতিন আমেরিকার সেরা টুর্নামেন্ট কোপা লিবের্তাদোরেস ও ব্রাজিলিয়ান লিগ সেরি জয়ের স্বাদ পেয়েছেন তিনি। আসরে প্রথম ম্যাচে সিয়াটল সাউন্ডার্সের বিপক্ষে জয়ের ম্যাচেও গোল করেন জেসুস।
ক্রিফোস্পোর্টস/৭জুলাই২৫/এফএএস
