Connect with us
ফুটবল

ফাইনালে আর্জেন্টিনার জালে জোড়া গোল দিয়ে শিরোপা জিতল ব্রাজিল

Brazil won copa america futsal 2024
কোপা আমেরিকা ফুটসাল ২০২৪ শিরোপা জিতল ব্রাজিল। ছবি- সংগৃহীত

কোপা আমেরিকা ফুটসাল টুর্নামেন্টের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে ট্রফি উদযাপন করল ব্রাজিল। এই নিয়ে সর্বোচ্চ ১১ বার কোপা আমেরিকার এই ফুটসাল টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলেছে ব্রাজিল। এছাড়াও আসন্ন ফুটসাল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল ও আর্জেন্টিনা।

আজ রোববার (১১ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৪টায় প্যারাগুয়ের অস্কার হ্যারিসন স্টেডিয়ামে শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্ধী ব্রাজিল ও আর্জেন্টিনা। এই ম্যাচে আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার ফুটসাল শ্রেষ্ঠত্বের খেতাব পুনরুদ্ধার করল ব্রাজিল।

এদিন শুরু থেকে জমজমাট লড়াইয়ের আভাস দিয়ে আসছিল দু’দল। তবে কর্নার থেকে বল পেয়ে দুর্দান্ত ফিনিশিংয়ে আর্জেন্টিনার জাল কাঁপিয়ে ম্যাচে লিড নেয় সেলেসাওরা। সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে আলবিসেলেস্তেরা। শেষ মুহূর্তে গোলের আশায় উপরে উঠে আসে আর্জেন্টাইন গোলকিপার।

এই সুযোগে আর্জেন্টিনার আক্রমণ প্রতিহত করে দূরপাল্লার শটে খালি পোস্টে গোল দিয়ে ব্যবধান বাড়ায় ব্রাজিল। শেষ পর্যন্ত আর কোন গোল না হলে ২-০ ব্যবধানে ম্যাচ জিতে শিরোপা জয়ের উল্লাসে মেতে ওঠে ব্রাজিল ফুটবলাররা। এতে করে পর্দা নামল কোপা আমেরিকা ফুটসাল টুর্নামেন্টের।

উল্লেখ্য, দক্ষিণ আমেরিকার দশ দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের সেমিফাইনালে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। অপর সেমিফাইনালে ভেনেজুয়েলাকে ৪-১ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছিল ব্রাজিল। গ্রুপ পর্বের মুখোমুখি দেখায়ও আর্জেন্টাইনদের হারিয়েছে সেলেসাওরা।

আরও পড়ুন: লিভারপুলের দাপটে বেশিক্ষণ শীর্ষস্থান ধরে রাখতে পারল না ম্যানসিটি

ক্রিফোস্পোর্টস/৭ফেব্রুয়ারি২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল