
নারীদের কোপা আমেরিকার ইতিহাসে অন্যতম রোমাঞ্চকর ম্যাচ উপহার দিলো ব্রাজিল ও কলম্বিয়া। ইকুয়েডরের কুইটোতে অনুষ্ঠিত এই ফাইনালে ম্যাচের মূল সময় শেষ হয় ৪-৪ সমতায়, পরে টাইব্রেকারে ৫-৪ গোলে জয় পায় অভিজ্ঞতায় ভরপুর ব্রাজিল।
এই জয়ে টানা পঞ্চমবার এবং মোট নবমবারের মতো কোপা আমেরিকার শিরোপা ঘরে তুললো ব্রাজিলিয়ান নারীরা। এখন পর্যন্ত ১০টি আসরের মধ্যে মাত্র একবার (২০০৬ সালে) শিরোপা হারিয়েছে তারা, সেবার চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা।
ম্যাচ শুরুতে লিড নেয় কলম্বিয়া লিন্ডা কাইসেডোর গোলে ২৫ মিনিটে এগিয়ে যায় তারা। প্রথমার্ধের শেষ মুহূর্তে সমতা ফেরায় ব্রাজিল – অ্যাঞ্জেলিনার পেনাল্টি গোলে ১-১। আত্মঘাতী গোলের কারণে আবারও এগিয়ে যায় কলম্বিয়া, ৬৯ মিনিটে ব্রাজিলের ডিফেন্ডার তারসিয়ানে ব্যাকপাস থেকে গোল হজম করেন। গুটিয়ারেসের গোলে ৮০ মিনিটে ২-২ সমতা ফেরায় ব্রাজিল। ৮৮ মিনিটে কলম্বিয়ার রামিরেজ গোল করে আবারও লিড এনে দেন (৩-২)। অতিরিক্ত সময়ের ষষ্ঠ মিনিটে মার্তার গোলে সমতা ফেরে ৩-৩। ১০৫ মিনিটে মার্তার দ্বিতীয় গোলে ব্রাজিল প্রথমবার লিড পায় (৪-৩)। ১১৫ মিনিটে লেইসি সান্তোসের দুর্দান্ত ফ্রি-কিকে কলম্বিয়া আবারও সমতায় ফেরে (৪-৪)।
টাইব্রেকারে নাটকীয়তা
ব্রাজিলের অ্যাঞ্জেলিনা প্রথম শট মিস করলে এগিয়ে যায় কলম্বিয়া। তবে কলম্বিয়ার পাভি ও সান্তোসের শট ঠেকান ব্রাজিল গোলকিপার লোরেনা। মার্তার শট রুখে দেন কলম্বিয়ান গোলকিপার ক্যাথরিন তাপিয়া, ফলে খেলা গড়ায় সাডেন ডেথে। শেষ পর্যন্ত ক্যারাবালির শট মিস করলে ব্রাজিল ৫-৪ ব্যবধানে জয় পায় এবং শিরোপা নিশ্চিত করে।
ক্রিফোস্পোর্টস/৩আগস্ট২৫/এসএ/এনজি
