
বছর দুয়েক আগে লিসবনে সেনেগালের বিপক্ষে সর্বশেষ প্রীতি ম্যাচ খেলেছিল ব্রাজিল। যেখানে আফ্রিকার এই দেশটির কাছে তারা হেরেছিল ৪-২ ব্যবধানে। এবার আরও একবার প্রীতি ম্যাচে সেনেগালের মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল। পাশাপাশি অপর ম্যাচে আফ্রিকার আরেক শক্তিশালী দল তিউনিসিয়ার বিপক্ষেও খেলবে তারা।
বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে ভিন্ন ভিন্ন মহাদেশের একাধিক দলের বিপক্ষে প্রীতি ম্যাচ চলছে ব্রাজিল। চলতি মাসে এশিয়ান দুই দেশ দক্ষিণ কোরিয়া ও জাপানের মুখোমুখি হয়েছিল তারা। যেখানে কোরিয়াকে ৫-০ গোলে হারালেও পরের ম্যাচে জাপানের কাছে পরাজিত হয় ৩-২ গোলে। এবার নভেম্বরের ফিফা উইন্ডোতে তারা খেলবে আফ্রিকার দলের বিপক্ষে।
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) গতকাল বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে। এক বিবৃতিতি তারা জানিয়েছে, আগামী ১৫ নভেম্বর লন্ডনে এমিরেটস স্টেডিয়ামে সেনেগালের বিপক্ষে খেলবে কার্লো আনচেলত্তির দল। এর তিন দিন পর ১৮ নভেম্বর ফ্রান্সের লিলে তিউনিসিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। ভিন্ন মহাদেশের এই দুই দলের বিপক্ষে সামর্থ্যের পরীক্ষা দিতে হবে সর্বোচ্চ পাঁচবারের বেশি চ্যাম্পিয়নদের।
জানা গেছে বিশ্বকাপে বিভিন্ন অঞ্চলের বৈচিত্র্যময় সব দলের বিপক্ষে খেলার আগে নিজেদের মানিয়ে নিতে মহাদেশ ভিত্তিক নিজেদের প্রস্তুতি সেরে নিতে চাইছে ব্রাজিল। আর তাই চলতি মাসে এশিয়ান দুই শক্তিশালী দেশের বিপক্ষে খেলার পর আগামী মাসে তারা পরীক্ষা দেবে আফ্রিকানদের বিপক্ষে। জানা গেছে এর পরবর্তীতে ইউরোপের বড় কোনও দুই দেশের মুখোমুখি হবে তারা।
এর আগে সব শেষ ম্যাচে জাপানের সঙ্গে ২-০ গোলে এগিয়ে থাকার পরেও হেরেছিল ব্রাজিল। আর তাই প্রতিটা ম্যাচেই বেশ গুরুত্ব সহকারে নিজেদের সামর্থ্য যাচাই করে নিতে চাইবে দলটি। সেনেগালের বিপক্ষে সবশেষ ম্যাচে হারের প্রতিশোধ নেওয়ার প্রচেষ্টা চালাবে সেলেসাওরা। পাশাপাশি দুই ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপ নিশ্চিত করা তিউনিসিয়াকেও হারাতে চাইবে তারা।
ক্রিফোস্পোর্টস/১৭অক্টোবর২৫/এফএএস
