
কোপা আমেরিকায় আরো একটি শিরোপার সামনে ব্রাজিল। রবিবার ভোর তিনটায় নারী কোপার ফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হবে প্রমীলা সেলেসাওরা। আর এই ম্যাচ জিতলেই ঘরে উঠবে নবম শিরোপা। এর আগে নয়টি আসরের মধ্যে আটবার শিরোপা জিতেছে ব্রাজিল।
দশম আসর চলছে ইকুয়েডরে। রদ্রিগো পাস দেলগাদো অলিম্পিক স্টেডিয়ামে দশ দলের এই টুর্নামেন্টে দাপটের সাথে খেলে ফাইনালে উঠেছে ব্রাজিল। সেমিফাইনালে তারা ৫-১ গোল উড়িয়ে দিয়েছিল উরুগুয়েকে। আরেক সেমিতে টাইব্রেকারে আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে পৌঁছায় কলম্বিয়া।
‘বি’ গ্রুপপর্বের প্রথম ম্যাচে ভেনেজুয়ালে ২-০ গোলে হারিয়ে শুরু। এরপর বলিভিয়ার বিপক্ষে ৬-০ গোলের বিশাল জয়। তৃতীয় ম্যাচে প্যারাগুয়ের বিরুদ্ধে ৪-১ গোলের জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিল। গ্রুপপর্ব ও সেমিফাইনাল মিলিয়ে ৫ ম্যাচে মোট ১৭টি গোল দিয়ে ব্রাজিল হজম করেছে মাত্র দুটি।
এই গ্রুপ থেকে কলম্বিয়া ভেনেজুয়েলার সাথে গোলশূন্য ড্র দিয়ে আসর শুরু করে। প্যারাগুয়েকে ৪-১ গোলে হারানোর পর বলিভিয়াকে ৮-০ গোলে উড়িয়ে দেয় কলম্বিয়া। আর শেস ম্যাচে ব্রাজিলের সাথে ড্র করে পয়েন্ট টেবিলের দুইয়ে থেকে সেমিতে ওঠে।
দুই দলই এখন পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত। ‘বি’ গ্রুপ থেকে এই দু’দল আরও একবার মুখোমুখি হয়েছিল। ওই ম্যাচ গোলশূন্য ড্র হয়েছিল। এই ম্যাচ জিতলে ব্রাজিল নবম শিরোপা জিতবে। আর ব্রাজিলকে হারাতে পারলে প্রথম শিরোপা জয়ের ইতিহাস গড়বে কলম্বিয়ার মেয়েরা।
ক্রিফোস্পোর্টস/২আগস্ট২৫/এজে/এনজি
