
হারতে হারতে খাদের কিনারায় যাওয়া ব্রাজিল ফিরছে তার চেনা রূপে। কোচ কার্লো আনচেলত্তি দায়িত্ব নেওয়ার পর থেকেই জয়ের ধারায় ফিরেছে পাঁচবারের বিশ্বকাপজয়ী দলটি। তাই অভিজ্ঞ এই ইতালিয়ান কোচকে ২০৩০ সাল পর্যন্ত রেখে দিতে চায় ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)।
ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো তার ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছেন, আনচেলত্তিকে ২০৩০ সাল পর্যন্ত রাখার প্রস্তাব দিতে যাচ্ছে সিবিএফ। তিনি লিখেছেন, কার্লো আনচেলত্তি ২০৩০ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদি চুক্তি স্বাক্ষরের জন্য ব্রাজিল ফেডারেশনের কাছ থেকে একটি প্রস্তাব পেতে যাচ্ছেন।
এদিকে ব্রাজিলের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তিতে কোনো আপত্তি নেই বলে গত মাসে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন আনচেলত্তি। তিনি বলেছিলেন, ব্রাজিলের জন্য বিশ্বকাপের প্রস্তুতি বিশেষ কিছু। আমি প্রথমে এক বছরের চুক্তি করেছি। কিন্তু এখন সবকিছু উন্মুক্ত। যদি সিবিএফ চায়, ২০২৬ বিশ্বকাপের পর ২০৩০ পর্যন্ত আমি কোনো সমস্যা ছাড়াই চালিয়ে যেতে পারি। আমার এবং আমার পরিবারের জন্য এখানে থাকা আনন্দের।
গতকাল (১০ অক্টোবর) রাতে সিউলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচটি ছিল আনচেলত্তির অধীনে ব্রাজিলের পঞ্চম ম্যাচ। ম্যাচটিতে ব্রাজিল ৫–০ ব্যবধানে বড় জয় তুলে নেয়। আনচেলত্তির অধীনে পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই কোনো গোল হজম না করে জয় পেয়েছে ব্রাজিল। ৬৬ বছর বয়সী এই কোচের অধীনে আগ্রাসী রূপে ফিরছে সেলেসাওরা।
ম্যাচ শেষে কোচ আনচেলত্তি খেলোয়াড়দের প্রশংসা করে বলেন, ছেলেরা আজ প্রমাণ করেছে যে তারা তীব্রতা, মান এবং দায়বদ্ধতা নিয়ে এই স্তরে খেলতে পারে। আমি এখানে আসার পর থেকেই দলীয় একতার ওপর জোর দিয়েছি। এটা এক ধরনের ভিত্তি—যখন দলের এই ভিত্তি মজবুত হয়, তখন ভালো কিছু করার সম্ভাবনাও বেড়ে যায়। আজ আমরা সেই প্রতিশ্রুতির সঙ্গে খেলেছি। পাশাপাশি খেলোয়াড়দের ব্যক্তিগত দক্ষতাও কাজে লাগিয়েছি। জাতীয় দলের জন্য ঠিক এটাই প্রয়োজন।
ক্রিফোস্পোর্টস/১১অক্টোবর২৫/এনজি
