Connect with us
ফুটবল

বিশ্বকাপ ব্যর্থতার দায়ে কোচকে অব্যাহতি দিলো ব্রাজিল

Brazil
ব্রাজিল ফুটবল। ছবি- সংগৃহীত

অনূর্ধ্ব-২০ ফিফা ফুটবল বিশ্বকাপে সব ম্যাচে পরাজিত হয়ে আসর থেকে ছিটকে পড়েছে ব্রাজিল। সর্বশেষ স্পেনের বিপক্ষে ১-০ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপ সফর শেষ করেছে সেলেসাওরা। দলের এমন ব্যর্থতায় কোচ রামোন মেনেজেসকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে ব্রাজিল ফুটবল কর্তৃপক্ষ।

এর আগে রামোনের অধীনে ব্রাজিলের অনূর্ধ্ব-২০ দল বেশ কিছু টুর্নামেন্টে অংশ নিয়ে সফলতা পেয়েছিল। তবে সাম্প্রতিক খারাপ পারফরম্যান্সের কারণে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এক বিবৃতিতে স্পষ্ট করে জানিয়েছে, মেনেজেস আর ব্রাজিল অনূর্ধ্ব-২০ জাতীয় দলের কোচের দায়িত্বে থাকছেন না। পারফরম্যান্স এবং এখন পর্যন্ত সম্পন্ন হওয়া কাজের মূল্যায়নের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

দলের সঙ্গে থেকে কাজ করার জন্য কোচের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে সিবিএফ। বিবৃতিতে আরও বলা হয়েছে, বিভিন্ন সময়ে এই দলসহ ব্রাজিলের অন্যান্য জাতীয় দলের দায়িত্ব পালনের সময় রামোন যে পেশাদারিত্ব ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। তিনি একসময় জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বও দক্ষতার সঙ্গে পালন করেছেন।



Brazil coach ramon menezes

দলের ব্যর্থতায় কোচের অক্ষমতাকে বড় কারণ হিসেবে দেখেই পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সিবিএফ। তবে রামোন মেনেজেসের রয়েছে জাতীয় দলে কাজ করার অভিজ্ঞতা এবং নিষ্ঠার ইতিহাস। তা সত্ত্বেও দলের ব্যর্থতার দায় কাঁধে নিয়ে অবশেষে দায়িত্ব ছাড়তে হচ্ছে তাকে।

ক্রিফোস্পোর্টস/৬অক্টোবর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল