ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে টান টান উত্তেজনার ম্যাচে শেষ মুহূর্তে গোল করে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে সেলেসাওরা।
শুক্রবার (২১ নভেম্বর) কোয়ার্টার ফাইনালের ম্যাচে মরক্কো অনূর্ধ্ব-১৭ দলকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দল। সেলেসাওদের হয়ে জোড়া গোল করেন ওয়েন্ডেসন সান্তোস ডেল।
এদিন কাতারের দোহায় এসপায়ার একাডেমির ৭ নম্বর মাঠে মুখোমুখি হয় ব্রাজিল ও মরক্কো। ম্যাচের শুরুতেই লিড পায় ব্রাজিল। ডেলের গোলে ১২ মিনিটে এগিয়ে যায় সেলেসাওরা। প্রথমার্ধের বাকি সময়ে মরক্কোকে রুখে দিয়েছিল তারা। তবে যোগ করা সময়ে পেনাল্টি পেয়ে যায় মরক্কো। স্পট কিক থেকে গোল করে দলকে সমতায় ফেরান জিয়াদ বাহা। ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।
বিরতি থেকে ফিরে দুই দলই গোলের খোঁজে মরিয়া হয়ে ওঠে। তবে কেউই সেই কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিলো না। নির্ধারিত ৯০ মিনিট শেষেও স্কোরলাইন ছিল ১-১ সমতায়। এরপর চার মিনিট অতিরিক্ত সময় দেন রেফারি। তবে অতিরিক্ত সময়ের শেষ মিনিটে মরক্কোর হৃদয়ভঙ্গ করে ব্রাজিল। ডেলের দ্বিতীয় গোলে শেষ সময়ে লিড পায় সেলেসাওরা।
এরপর ভিএআর চেকের পর গোল নিশ্চিত করেন রেফারি এবং সঙ্গে সঙ্গে বেজে যায় শেষ বাঁশি। তাতে ২-১ গোলের জয়ে সেমিফাইনাল নিশ্চিত হয় সেলেসাওদের।
এদিকে ব্রাজিলের আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে আরও তিনটি দল। কোয়ার্টার ফাইনালে দিনের প্রথম ম্যাচে এশিয়ার পরাশক্তি জাপানকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট কেটেছে অস্ট্রিয়া। এরপর দিনের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে আফ্রিকার দেশ বুরকিনা ফাসোকে হারিয়ে সেমিফাইনালের জায়গা নিশ্চিত করেছে ইউরোপের অন্যতম পরাশক্তি ইতালি।
দিনের আরেক কোয়ার্টারফাইনাল ম্যাচে জয় পেয়েছে ইউরোপের আরেক পরাশক্তি পর্তুগাল। সুইজারল্যান্ডকে ২-০ গোলে পরাজিত করেছে ক্রিস্টিয়ানো রোনালদো-রুবেন দিয়াজদের উত্তরসূরীরা।
আগামী ২৪ নভেম্বর সেমিফাইনালে মুখোমুখি হবে ইতালি ও অস্ট্রিয়া। একই দিন অপর সেমিফাইনালে পর্তুগালের মুখোমুখি হবে ব্রাজিল।
ক্রিফোস্পোর্টস/২২নভেম্বর২৫/বিটি