
মেক্সিকোর সঙ্গে ২-২ গোলে ড্র করে আসর শুরু করেছিল ব্রাজিল। এবার নিজেদের দ্বিতীয় ম্যাচে আফ্রিকা মহাদেশের দেশ মরক্কোর কাছে হেরে মাঠ ছেড়েছে সেলেকাও জুনিয়ররা। এতে করে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে গ্রুপপর্বেই বিদায়ের দ্বারপ্রান্তে ব্রাজিল।
ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে এবার খেলছে ২৪টি দল। টুর্নামেন্টে সি গ্রুপে ব্রাজিলের সাথে আছে মেক্সিকো, মরক্কো ও স্পেন। বৃহস্পতিবার চিলির জুলিও মার্টিনেজ স্টেডিয়ামে একবার উল্লাস করলেও দুইবার গোল খেয়ে বসে নেইমারদের উত্তরসূরীরা।
প্রথমার্ধ পর্যন্ত দুদলের জালই অক্ষত ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটের মথায় অর্থাৎ ম্যাচে ৬০ মিনিটে ব্রাজিলের জালে বল জড়িয়ে মরক্কোকে আনন্দে ভাসান ওসমানে মাম্মা। এর ঠিক ১৬ মিনিটের মাথায় আবারও গোল। এবার ব্রাজিলকে ম্যাচ থেকে ছিটকে দেন ইয়াসির জাবিরি।
২-০ গোলে পিছিয়ে যখন হারের প্রহর গুনছে ব্রাজিল, ঠিক ফাউল করে বসেন মরক্কোর এক তারকা। এক করে ভিআরের সাহায্য নিয়ে পেনাল্টি দেন রেফারি। ম্যাচের অতিরিক্ত সময়ে ৯০+২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান ব্রাজিলিয়ান ডিফেন্ডার ইয়াগো দা সিলভা।
এর আগে গ্রুপ সি থেকে প্রথম ম্যাচে মেক্সিকোর সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল ব্রাজিলের যুবারা। এক হার ও এক ড্রতে মাত্র ১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে আছে তারা। অন্যদিকে স্পেনের পর ব্রাজিলকে হারিয়ে দিয়ে শীর্ষে আছে মরক্কো। তাদের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে গেছে।
২৪ দলের এই আসর থেকে দ্বিতীয় পর্বে খেলবে ষোলোটি দল। প্রত্যেক গ্রুপের সেরা দুটি করে ১২টি এবং তিনে থাকা ছয়টি দলের মধ্যে পয়েন্ট ব্যবধানে এগিয়ে থাকা ৪ দলও সুযোগ পাবে। এত করে আগামী রবিবার স্পেনকে হারাতে পারলে বিদায় এড়াতে পারবে ব্রাজিল।
ক্রিফোস্পোর্টস/২অক্টোবর২৫/এনজি
