চলমান অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল বিশ্বকাপ থেকে ছিটকে গেছে ব্রাজিল। টুর্নামেন্টের সেমিফাইনালে স্বপ্নভঙ্গ হয়েছে সেলেসাও মেয়েদের। উত্তর কোরিয়ার কাছে হেরে বিদায় নিয়েছে লাতিন আমেরিকার এই দেশটি।
বুধবার (৬ নভেম্বর) টুর্নামেন্টের সেমিফাইনালে ব্রাজিল অনূর্ধ্ব-১৭ নারী দলকে ২-০ গোলে হারিয়েছে উত্তর কোরিয়া অনূর্ধ্ব-১৭ নারী দল। তাতে এই টুর্নামেন্টে টানা দ্বিতীয় ফাইনালে উঠেছে এশিয়ার এই দেশটি।
উত্তর কোরিয়ার হয়ে দুটি গোলই করেন ইউ জং হিয়াং। চলতি টুর্নামেন্ট দুর্দান্ত ছন্দে আছেন এই ফরোয়ার্ড। গ্রুপ পর্বে তিন ম্যাচে ৩ গোলের পাশাপাশি একটি অ্যাসিস্ট করেন তিনি। নকআউট পর্বের ম্যাচগুলোতে আরও জ্বলে উঠেন এই ফরোয়ার্ড। সেমিফাইনালসহ তিন ম্যাচে ৫ গোলের পাশাপাশি এক গোলে সহায়তা করেন তিনি৷ তাতে চলমান আসরে তার মোট গোল ৮, যা এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ এবং অ্যাসিস্ট ২টি।
বিশ্বকাপের আরেক সেমিফাইনালে মেক্সিকোর মেয়েদের ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে নেদারল্যান্ডসের মেয়েরা। আগামী ৯ নভেম্বর শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে উত্তর কোরিয়া ও নেদারল্যান্ডস।
এদিকে ব্রাজিলের মেয়েরা টুর্নামেন্টের শুরু থেকেই কিছুটা ধুকছিলো। গ্রুপ পর্বে ৩ ম্যাচে কেবল স্বাগতিক মরক্কোর বিপক্ষে ৩-০ গোলে জিতেছিল তারা। এরপর কোস্টারিকার সঙ্গে ১-১ গোলে ড্র এবং ইতালির কাছে ৪-৩ গোলের ব্যবধানে হেরে যায় তারা। তাতে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের রানার্সআপ দল হিসেবে নকআউট পর্বের টিকিট পায় দলটি।
শেষ ষোলোর ম্যাচে চায়নাকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট পায় ব্রাজিল। এরপর শেষ আটে কানাডাকে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে দলটি। তবে সেমিতে এসে উত্তর কোরিয়া বাধা পেরোতে ব্যর্থ হয়ে বিদায় নিয়েছে সেলেসাও মেয়েরা।
সেমিফাইনাল থেকে বিদায়ের পর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। আগামী শনিবার (৮ নভেম্বর) অনুষ্ঠিত হবে ম্যাচটি।
ক্রিফোস্পোর্টস/৬নভেম্বর২৫/বিটি