Connect with us
ফুটবল

বলিভিয়ার বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, কেমন হবে একাদশ?

Brazil National Team
ব্রাজিল জাতীয় দল। ছবি- সংগৃহীত

ফিফা বিশ্বকাপ-২০২৬ এর বাছাইপর্বে মঙ্গলবার (বাংলাদেশ সময় বুধবার ভোর) বলিভিয়ার এল আল্টো মিউনিসিপ্যাল স্টেডিয়ামে মাঠে নামবে ব্রাজিল। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪ হাজার মিটার উঁচুতে অবস্থিত এই মাঠ প্রতিপক্ষের কাছে সবসময়ই কঠিন পরীক্ষার নাম। এমন চ্যালেঞ্জ সামনে রেখে অনুশীলনে দল নিয়ে বেশ পরীক্ষা-নিরীক্ষা করছেন ব্রাজিল দলের হেডমাস্টার কার্লো আনচেলত্তি।

ইএসপিএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ডিফেন্ডার ফ্যাব্রিসিও ব্রুনো, আলেক্সসান্দ্রো ও মিডফিল্ডার লুকাস পাকেতা পুরো সময় ধরে অনুশীলন করেছেন। এর মানে, বলিভিয়ার বিপক্ষে শুরুর একাদশে দেখা যেতে পারে তাদেরকে। পাকেতা চিলির বিপক্ষে বদলি নামার পর গোল করেছিলেন, এবার তাই শুরু থেকেই খেলানোর সম্ভাবনা বেশি।

এদিকে মিডফিল্ডে পরিবর্তনের আভাস দিয়েছেন কোচ আনচেলত্তি। অভিজ্ঞ কাসেমিরোর পরিবর্তে তরুণ আন্দ্রে সান্তোসকে খেলানোর পরিকল্পনা রয়েছে। তবে আক্রমণভাগ ও রক্ষণভাগের চূড়ান্ত লাইনআপ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি।



আক্রমণভাগে রিচার্লিসন ফিরে পেয়েছেন নিজের জায়গা। প্রথম ম্যাচে খেলেছিলেন জোয়াও পেদ্রো। এবার তার সঙ্গী হিসেবে অনুশীলনে ছিলেন লুইজ হেনরিক ও স্যামুয়েল লিনো। বিকল্প হিসেবে অনুশীলনে সুযোগ পেয়েছেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, প্রতিভাবান কিশোর এস্তেভাও এবং অভিজ্ঞ রাফিনহা।

ডিফেন্সেও একাধিক পরিবর্তন আনার ইঙ্গিত মিলেছে। বিশেষ করে ফ্যাব্রিসিও ব্রুনো ও আলেক্সসান্দ্রোর নাম আসছে শুরুর একাদশে।

তবে গোলপোস্টে কে থাকবেন, সেটি এখনো নিশ্চিত নয়।

বলিভিয়ার মাঠে খেলার আলাদা চ্যালেঞ্জ সবসময়ই মাথায় রাখতে হয় প্রতিপক্ষকে। উচ্চতার কারণে খেলোয়াড়দের শ্বাসপ্রশ্বাসে সমস্যা দেখা দেয়, খেলার গতি কমে যায়। তাই আনচেলত্তি ম্যাচের আগে শেষ অনুশীলনে আরও কিছু কৌশলগত পরিবর্তন করে নিতে পারেন।

বলিভিয়ার বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশ কেমন হবে- তা নির্ভর করছে শেষ অনুশীলনের ওপরই।

ক্রিফোস্পোর্টস/৮সেপ্টেম্বর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল