
ফিফা ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ছয়টি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করেছে ব্রাজিল ফুটবল দল। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরে এশিয়ার দুই দেশ দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে প্রথম দুই প্রীতি ম্যাচ খেলবে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
আগামী অক্টোবরে প্রীতি ম্যাচ খেলার বিষয়ে দক্ষিণ কোরিয়া ও জাপানের ফুটবল ফেডারেশনের সঙ্গে আগেই সমঝোতা করে রেখেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন, সিবিএফ।
ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো স্পোর্ত’ জানিয়েছে, এখন বাণিজ্যিক চুক্তি এবং আমলাতান্ত্রিক বিষয়গুলো চূড়ান্ত করার আলোচনা চলছে। ১০ অক্টোবর দক্ষিণ কোরিয়ার সিউলে, ১৪ অক্টোবর জাপানের টোকিওতে ম্যাচ দুটি হওয়ার কথা।
এরপর নভেম্বরে আফ্রিকার এবং আগামী বছরের মার্চে ইউরোপের কোনো দেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করছে ‘সিবিএফ’। ম্যাচ দুটি কোথায় হবে, তা বাণিজ্যিক চুক্তির ওপর নির্ভর করছে।
আগামী বছর ১১ জুন শুরু হবে ৪৮ দলের বিশ্বকাপ ফুটবল। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো এবার আয়োজক। ব্রাজিল দলকে জুনের শুরুতে আরও দুটি প্রীতি ম্যাচ খেলানোর পরিকল্পনা সিবিএফ-এর।
দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে আগামী মাসে শেষ দুটি ম্যাচ খেলবে কার্লো আনসেলোত্তির দল। ৫ সেপ্টেম্বর রিও ডি জেনিরোতে চিলি, ১০ সেপ্টেম্বর এল আল্তোতে বলিভিয়া প্রতিপক্ষ ব্রাজিলের।
ক্রিফোস্পোর্টস/১২আগস্ট২৫/এনজি
