Connect with us
ফুটবল

আর্জেন্টিনাকে ৫-১ গোলে হারিয়ে কনকাকাফ কাপের সেমিতে ব্রাজিল

brazil vs argentina
ব্রাজিল বনাম আর্জেন্টিনা। ছবি- সংগৃহীত

বর্তমান সময়ে ব্রাজিলের পুরুষ জাতীয় দলের যে হতবিহ্বল অবস্থা তা তো কম বেশি সবারই জানা। হঠাৎ খেই হারিয়ে ফেলা ব্রাজিল জাতীয় দলের ঠিক যেন বিপরীত মেরুতে অবস্থান করছে দেশটির নারী দল, বীচ সকার দল ও যুব দল। যার প্রমাণ আরও একবার মিললো দেশটির নারী ফুটবল দলের হাত ধরে।

এই যেমন সম্প্রতি দেশটির নারী দল ২০২৪ কনকাকাফ গোল্ড কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে। সেটাও আবার নিজেদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মেয়েদের ৫-১ গোলে বিধ্বস্ত করার মধ্য দিয়ে। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টুর্নামেন্টটিতে দেশটির লস অ্যাঞ্জেলেসের বিএমও স্টেডিয়ামে এই কাণ্ড ঘটিয়েছে ব্রাজিল নারী ফুটবল দল।

ব্রাজিলের পক্ষে ইয়াসমিন, গাবি নুনেজ ও ভিক্টোরি ইয়ায়া একটি করে গোল করেন। আর বিয়া জানেরাত্তুর পা থেকে আসে ২ গোল। আসরের সেমিফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ হবে প্যারাগুয়ে-মেক্সিকো ম্যাচের জয়ী দল। তাই ব্রাজিলের মেয়েদের প্রতিপক্ষ এখনও নিশ্চিত হয়নি।

গোল বন্যার ম্যাচে প্রথম গোলের দেখা পেতে ব্রাজিলকে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি। ম্যাচের ১৮ মিনিটেই প্রথম গোলের দেখা পায় তারা। বিয়া জানেরাত্তুর ক্রস থেকে আসা বল জালে জড়াতে মোটেই ভুল করেননি ভিক্টোরি ইয়ায়া। এর ঠিক ১৭ মিনিট পরেই বাঁ পায়ের জোরালো শটে ব্রাজিলকে ২ গোলের লিড এনে দেন ইয়াসমিন। ম্যাচের ৩৫ মিনিটেই ২-০ গোলে এগিয়ে যায় সাম্বা ফুটবলের দেশটি।

প্রথমার্ধের বাকি সময়ে আর কোন দলই গোলের দেখা পায়নি। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে ব্রাজিলের মুহুর্মুহু আক্রমণে আর্জেন্টিনার মেয়েরা খুব বেশিক্ষণ নিজেদের গোলবার অক্ষত রাখতে পারেনি। ৫৩ মিনিটে নিজের প্রথম ও দলের হয়ে তৃতীয় গোলটি করেন বিয়া জানেরাত্তু। পরবর্তীতে গাবি নুনেজের গোল আর বিয়া জানেরাত্তুর দ্বিতীয় গোলের সুবাদে আর্জেন্টিনার কফিনে শেষ পেরেক ঠুকে দেয় ব্রাজিল। ফলে ৫-১ গোলের বড় ব্যবধানে সেমিফাইনাল নিশ্চিত করে মাঠ ছাড়ে ব্রাজিলের নারী ফুটবল দল।

ও হ্যা, আকাশী-সাদা জার্সিধারীদের হয়ে দোস সান্তোসদের করা একমাত্র গোলটি কেবল গোল ব্যাবধানটাই কমাতে পেরেছে।

আরও পড়ুন: শেষ সমায়ের গোলে লিভারপুলের নাটকীয় জয়

ক্রিফোস্পোর্টস/৩মার্চ২৪/এমএস/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল