
নারীদের কোপা আমেরিকার সেমিফাইনালে উরুগুয়েকে ৫-১ ব্যবধানে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল। একই সঙ্গে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে অংশগ্রহণ নিশ্চিত করেছে।
বুধবার ইকুয়েডরের রদ্রিগো পাস দেলগাদো অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করতে থাকে ব্রাজিল৷ তারা প্রথমার্ধেই তুলে নেয় তিনটি গোল। তবে ম্যাচের শুরুতে গোলের সুযোগ পেয়েছিল উরুগুয়ে। ব্রাজিলের গোলরক্ষক ক্লদিয়া দারুণভাবে তা রক্ষা করেন।
এরপর একাদশ মিনিটে মার্তার ক্রস থেকে হেডে গোল করেন আমান্দা গুতিয়েরেস। কয়েক মিনিট পরেই গিও গারবেলিনি দ্বিতীয় গোলটি করেন। এরপর ২৬ মিনিটে পেনাল্টি থেকে আবারও ব্যবধান বাড়ান মার্তা। ফলে ৩-০তে লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে ব্রাজিল।
দ্বিতীয়ার্ধে উরুগুয়ে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। কর্নার থেকে বল ক্লিয়ার করতে গিয়ে ব্রাজিলিয়ান ডিফেন্ডার ইসা আত্মঘাতী গোল করে ব্যবধান কমান (৩-১)। তবে কিছুক্ষণের মধ্যেই ইয়ামিলা মারিয়ানা লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় উরুগুয়ে।
আরও পড়ুন:
২০২৬ নারী এশিয়ান কাপে বাংলাদেশের ম্যাচের সময়সূচি
২০২৫ সালের আগস্টে রোনালদোর যত খেলা, পূর্ণাঙ্গ সময়সূচি
ম্যাচের ৬৫ মিনিটে আমান্দা ফ্রি-কিক থেকে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন। ৮৬ মিনিটে ম্যাচের শেষ গোলটি করেন দুদিনিয়া। বক্সের মধ্যে থেকে তার নেওয়া শট ঠেকাতে ব্যর্থ হন উরুগুয়ের গোলকিপার।
এই জয়ে টানা নবমবারের মতো কোপা আমেরিকার ফাইনালে উঠেছে ব্রাজিল। তাদের প্রতিপক্ষ হবে স্বাগতিক কলম্বিয়া, যারা টাইব্রেকারে আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে। দুই দলই এখন পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত।
ক্রিফোস্পোর্টস/ ৩০ জুলাই ২৫ / এমএ
