Connect with us
ফুটবল

সাত গোলের বিশাল জয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিলের

Brazil begin their World Cup campaign with a massive seven-goal victory.
বিশাল জয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ শুরু করেছে ব্রাজিল। ছবি- সংগৃহীত

গত সোমবার (৩ নভেম্বর) কাতারে পর্দা উঠেছে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের। ৪৮ দল নিয়ে মাঠে গড়িয়েছে এই টুর্নামেন্ট, যেখানে ‘এইচ’ গ্রুপে রয়েছে ব্রাজিল। এই গ্রুপ থেকে দারুণ এক জয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে সেলেসাও তরুণরা।

গতকাল (মঙ্গলবার) নিজেদের প্রথম ম্যাচে হন্ডুরাস অনূর্ধ্ব-১৭ দলকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দল। ব্রাজিলের হয়ে জোড়া গোল করেন ডেল।

কাতারের দোহায় এসপায়ার একাডেমি মাঠে খেলতে নেমে প্রথমার্ধেই হন্ডুরাসের জালে এক হালি গোল দেয় ব্রাজিল। ম্যাচের ৯ মিনিটেই সেলেসাওদের এগিয়ে দেন পাবলো। দ্বিতীয় গোল পেতেও বেশি সময় নেয়নি তারা। ম্যাচের ১৫ মিনিটেই ডেলের গোলে লিড বাড়িয়ে নেয় দলটি।



এর মিনিট তিনেক পরেই তৃতীয় গোল এনে দেন মোরাইস। বিরতিতে যাওয়ার আগমুহূর্তে চতুর্থ গোল হজম করে হন্ডুরাস। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ব্রাজিলের হালি পূর্ণ করেন ডেল। তাতে তিনি পেয়ে যায় জোড়া গোল।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৯তম মিনিটে পঞ্চম গোল করে ব্রাজিল। এবার গোলটি করেন হুগো। এর ১৫ মিনিট পরে ষষ্ঠ গোলের দেখা পায় তারা। এই পর্যায়ে সেলেসাওদের লিড বাড়ান অ্যাঙ্গেলো। শেষমুহুর্তে গোলের তালিকায় নাম লেখান গ্যাব্রিয়েল মেক। ম্যাচের ৯০তম মিনিটে গোল করেন বদলি হিসেবে নামা এই মিডফিল্ডার। তাতে ৭-০ গোলের বিশাল জয়ে শুরু হয় ব্রাজিলের বিশ্বকাপ অভিযান।

ব্রাজিলের গ্রুপে বাকি দুটি দল হলো ইন্দোনেশিয়া এবং জাম্বিয়া। আগামী শুক্রবার (৭ নভেম্বর) গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ১০ নভেম্বর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জাম্বিয়াকে মোকাবিলা করবে সেলেসাও তরুণরা।

ক্রিফোস্পোর্টস/৫নভেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল