Connect with us
ফুটবল

পর্তুগালকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ব্রাজিল

Brazil in Beach soccer World cup final
বিচ সকার বিশ্বকাপে ব্রাজিল। ছবি- সংগৃহীত

ফিফা বিচ সকার বিশ্বকাপের ১৩তম আসরে রীতিমতো উড়ছে ব্রাজিল। গতকাল রাতে টুর্নামেন্টের সেমিফাইনালে ছন্দে থাকা পর্তুগালকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেছে সর্বোচ্চ ছয় বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। পেতে আরও একটি বিশ্বকাপ জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে ব্রাজিল।

গতকাল শনিবার (১০ মে) ফাইনালের ওঠার লড়াইয়ে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় পর্তুগালের বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল। যেখানে ক্রিস্টিয়ানো রোনালদোর দেশকে ৪-২ গোলে পরাজিত করে রেকর্ড অষ্টম বারের মত বিচ বিশ্বকাপের ফাইনালে উঠেছে দলটি।

এদিন ম্যাচের প্রথম পিরিয়ডে ১-০ গোলের লিড নেয় ব্রাজিল। এরপর দ্বিতীয় পিরিয়ডে আরও একটি গোল করার বিপরীত তারা হজম করে বসে পর্তুগালের দুই গোল। ২-২ গোলের সমতায় থেকে তৃতীয় এবং শেষ পিরিয়ডে খেলতে নামে ব্রাজিল। সেখানে আরো দুই গোল করে জয় নিশ্চিত করে তারা।

আরও পড়ুন:

» রিয়াল-বার্সা এল ক্লাসিকোসহ আজকের খেলা (১১ মে ২৫)

» বিদেশি লিগে নেমেই গোল-অ্যাসিস্টে দাপট দেখালেন বাংলাদেশিরা

চলমান টুর্নামেন্টে এখন পর্যন্ত অপ্রতিরোধ্য ভাবে এগিয়ে চলেছে ব্রাজিল। যেখানে তারা একে একে পরাজিত করেছে সালভাদোর, ইতালি, ওমান ও স্পেনকে। এবার সবশেষ ম্যাচে সেমিফাইনালে পরাজিত করল দুই বারের চ্যাম্পিয়ন পর্তুগালকে।

এদিকে অপর সেমিফাইনালে সেনেগালকে পরাজিত করে প্রথমবারের মতো বিচ ফুটবল বিশ্বকাপের ফাইনালে উঠেছে বেলারুশ। আজ প্যারাডাইস অ্যারেনা, ভিক্টোরিয়া, সেশেলসে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭:১৮ মিনিটে অনুষ্ঠিত হবে ব্রাজিল ও বেলারুশের মধ্যকার এই ফাইনাল ম্যাচ।

ক্রিফোস্পোর্টস/১১মে২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল