চলমান অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে এক ম্যাচ হাতে রেখেই পরেই রাউন্ড নিশ্চিত করেছিল ব্রাজিল। টানা দুই জয়ে শেষ ৩২-এ জায়গা করে নেয় সেলেসাও যুবারা। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রত্যাশিত ফলাফল করতে পারেনি দলটি। জাম্বিয়ার বিপক্ষে পিছিয়ে থেকে শেষ মুহূর্তের গোলে কোনোমতে হার এড়িয়েছে ব্রাজিল।
আজ সোমবার (১০ নভেম্বর) গ্রুপ পর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচে জাম্বিয়া অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দল। তবে ড্র করেও ‘এইচ’ গ্রুপের চ্যাম্পিয়ন দল হিসেবেই নকআউট পর্বে উঠেছে সেলেসাও যুবারা।
কাতারের দোহায় এসপায়ার একাডেমির তিন নম্বর মাঠে ম্যাচের শুরু থেকে দুই দলের মধ্যে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। তবে প্রথমে সাফল্যের দেখা পায় জাম্বিয়া। ম্যাচের ২৬তম মিনিটে দলকে জাম্বিয়াকে এগিয়ে দেন জনাথন কালিমিনা। কর্নার থেকে দুর্দান্ত এক গোল করেন দলটির অধিনায়ক।
এরপর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে ব্রাজিল। তবে জাম্বিয়ার রক্ষণ ভাঙতে সক্ষম হয়নি তারা। তাতে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল। বিরতি থেকে ফিরেও সেই কাঙ্খিত গোলের দেখা পাচ্ছিলো না সেলেসাওরা।
অবশেষে ম্যাচের ৮১তম মিনিটে ধরা দেয় সাফল্য।ব্রাজিলকে সমতায় ফেরান ওয়েন্ডিসন সান্তোস ডেল। বক্সের ভেতর দুর্দান্ত এক হেডে গোল করেন তিনি। শেষের কয়েক মিনিটে লিড নেওয়ার চেষ্টা চালায় ব্রাজিল। তবে আর সাফল্য ধরা দেয়নি সেলেসাওদের। শেষ পর্যন্ত ড্র করে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ব্রাজিলকে।
এর আগে দারুণ এক জয়ে বিশ্বকাপ শুরু করেছিল ব্রাজিল। নিজেদের প্রথম ম্যাচে হন্ডুরাসকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করেছিল সেলেসাওরা। এরপর দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ ছিল ইন্দোনেশিয়া। এশিয়ার এই দেশটিকে ৪-০ গোলের ব্যবধানে হারিয়ে পরের রাউন্ড নিশ্চিত করে নেইমার-ভিনিসিয়ুসদের উত্তরসূরীরা।
তিন ম্যাচ শেষে ২ জয় ও এক ড্রতে ৭ পয়েন্ট ব্রাজিলের। সমান ২ জয় ও এক ড্রতে ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে জাম্বিয়া। এছাড়া এক জয় পাওয়া ইন্দোনেশিয়ার ৩ পয়েন্ট এবং কোনো জয় ছাড়াই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে হন্ডুরাস।
ক্রিফোস্পোর্টস/১০নভেম্বর২৫/বিটি