প্রথমবারের মতো মাঠে গড়িয়েছে ফিফা ফুটসাল নারী বিশ্বকাপ। আর প্রথম আসরেই বাজিমাত করেছে লাতিন অঞ্চলের পরাশক্তি ব্রাজিল। ফিলিপাইনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনালে ইউরোপের পরাশক্তি পর্তুগালকে হারিয়ে প্রথম আসরের শিরোপা ঘরে তুলেছে ব্রাজিল।
রোববার (৭ ডিসেম্বর) আসরের ফাইনালে পর্তুগাল নারী দলকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতেছে ব্রাজিল নারী দল। পুরো আসরে অপরাজিত থেকে শিরোপা জিতল লাতিনের এই দেশটি।
ফিলপাইনের মানিলায় ফিলস্পোর্টস অ্যারেনায় হাইভোল্টেজ ফাইনালে মুখোমুখি হয় ব্রাজিল ও পর্তুগাল। ম্যাচের শুরু থেকেই গোল পেতে মরিয়া হয়ে ওঠে দুই দল। তবে পর্তুগালের চেয়ে আক্রমণে এগিয়ে ছিল ব্রাজিল। ম্যাচের প্রথম সাফল্যও পায় তারাই।
ম্যাচের ৯ মিনিট ৪৬ সেকেন্ডে এগিয়ে যায় ব্রাজিল। ব্রাজিলকে প্রথম গোলটি এনে দেন এমিলি। এরপর পর্তুগালও গোলের প্রচেষ্টা চালায়। তবে প্রথমার্ধে অনটার্গেটে ৪টি শট করেও কোনো গোলের দেখা পায়নি তারা। অন্যদিকে ব্রাজিল প্রথমার্ধে অনটার্গেটে ৮ টি শট রেখেছে। যার মধ্যে একটিতে গোলের দেখা পায় তারা।

এমিলির গোলে প্রথমার্ধে লিড নেয় ব্রাজিল। ছবি- ফিফা
দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের গোলের দেখা পায় ব্রাজিল। ম্যাচের ২২ মিনিট ২৫ সেকেন্ডে আমানদিনহার গোলে লিড বাড়ায় লাতিনের দেশটি। এরপর ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে দলটি। তবে কোনো সাফল্য পায়নি তারা। উল্টো ম্যাচের শেষদিকে আরেকটি গোল হজম করে পর্তুগাল। ম্যাচের ৩৭ মিনিট ৫১ সেকেন্ডে তৃতীয় গোলটি করেন দেবরা ভেনিন। শেষ পর্যন্ত ৩-০ গোলেই জয় নিশ্চিত হয় ব্রাজিলের।
ফাইনালে বেশিরভাগ সময় জুড়েই আধিপত্য ছিল ব্রাজিলের। পুরো ম্যাচে ৩৮ বার গোলের প্রচেষ্টা চালায় তারা। যার মধ্যে ১৬টি শট ছিল অন টার্গেটে। অন্যদিকে পর্তুগাল মাত্র ১৯ বার গোলের প্রচেষ্টা চালায়। তাদের ৭টি শট ছিল অন টার্গেটে। তাছাড়া ব্রাজিল ১১টি কর্নার পায়। বিপরীতে পর্তুগাল পায় ৬টি কর্নার।
এর আগে সেমিফাইনালে স্পেনকে হারিয়ে ফাইনালে উঠে ব্রাজিল। অন্যদিকে আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে পর্তুগাল। ফাইনালের আগে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আর্জেন্টিনাকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে স্পেন।
ক্রিফোস্পোর্টস/৭ডিসেম্বর২৫/বিটি