Connect with us
ফুটবল

রাত পোহালেই ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা

ভিন্ন ভিন্ন ম্যাচে ভোরে মাঠে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনা। ছবি- সংগৃহীত

দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলতে শুক্রবার মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ঘরের মাঠে ভোর সাড়ে পাঁচটায় ভেনেজুয়েলার, ব্রাজিল সকাল সাড়ে ছয়টায় দেশের মাটিতে চিলির বিপক্ষে খেলবে।

আর্জেন্টিনার গত দুই ম্যাচে চোটের কারণে ছিলেন না অধিনায়ক লিওনেল মেসি। ৩৮ বছরের ফুটবল মহাতারকার অধিনায়কত্বেই বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শেষ দুই ম্যাচ খেলবে বিশ্ব চ্যাম্পিয়নরা। ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় রয়েছেন তরুণ স্ট্রাইকার হোসে ম্যানুয়েল লোপেস।

ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসে আলো ছড়িয়ে কোচ স্কালোনির দৃষ্টি কেড়েছেন ২৪ বছরের এই ফুটবলার। ১৬ খেলায় ১১ জয়, দুই ড্র ও তিন হারে ৩৫ পয়েন্ট নিয়ে ১০ দলের বাছাই পর্বে শীর্ষে থেকেই ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে আর্জেন্টিনা।



আগামী ১০ সেপ্টম্বর ইকুয়েডরের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে বাছাই পর্ব শেষ করবে মেসিরা। ব্রাজিলও টিকেট নিয়েছে বিশ্বকাপের। ১৬ খেলায় সাত জয়, চার ড্র ও পাঁচ হারে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।

রিওডি জেনিরোর বিখ্যাত ‘মারাকানা’ স্টেডিয়ামে চিলির বিপক্ষে খেলে ১০ সেপ্টেম্বর শেষ ম্যাচে বলিভিয়ার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ লড়বে কার্লো আনচেলত্তির দল। তার কোচিংয়ে তৃতীয় ম্যাচ খেলতে নামছে ব্রাজিল।

ক্রিফোস্পোর্টস/৪সেপ্টেম্বর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল