বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোর্ড সভা আগামীকাল (সোমবার) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দুপুর ৩টায় মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে এই সভাটি হবে বলে জানা গেছে।
আগামীকালের সভার মূল আলোচনার বিষয় হতে পারে আসন্ন বিপিএল আয়োজন। কবে এবং কীভাবে বিপিএল শুরু হবে, সে বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
এছাড়া, গত আসরে ফিক্সিং সংক্রান্ত তদন্ত প্রতিবেদন জমা পড়েছে, সেই ইস্যু নিয়েও বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।
এছাড়াও, আসন্ন বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ, নারীদের বিশ্বকাপ পারফরম্যান্স নিয়ে সামগ্রিক আলোচনা ও পুরুষ ক্রিকেট দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে পর্যালোচনা হবে বলে জানা গেছে।
গত ৬ অক্টোবর বিসিবি নির্বাচনে আমিনুল ইসলাম বুলবুল সভাপতি নির্বাচিত হয়ে প্রথমবার পূর্ণ মেয়াদে বিসিবির দায়িত্ব নেন। সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন। নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার পর আগামীকাল দ্বিতীয় সভা হতে যাচ্ছে।
ক্রিফোস্পোর্টস/২নভেম্বর২৫/এআই