নানান নাটকীয়তার মধ্য দিয়ে যাচ্ছে এবারের বিপিএল। নতুন ঘোষণায় বিপিএলের সূচিতে আবারও বদল আনা হলো। নিলাম ঠিকই থাকছে ৩০ নভেম্বর বিকেল তিনটায় হোটেল রেডিসন ব্লুতে, কিন্তু টুর্নামেন্ট মাঠে গড়ানোর তারিখ পিছিয়ে নতুন করে ধরা হয়েছে ২৬ ডিসেম্বর। শেষ হবে ২৩ জানুয়ারি। প্রথমে পাঁচ দল নিয়ে হওয়ার কথা থাকলেও ছয় দল নিয়ে হবে বিপিএলের এবারের আসর, যেখানে নোয়াখালী এক্সপ্রেসকে নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে যুক্ত করেছে বিসিবি।
নিলামের জন্য ৫০০’র বেশি বিদেশি ক্রিকেটার আবেদন করেছিলেন। সেখান থেকে বাছাই করে ২৫০ জনকে তালিকাভুক্ত করেছে বোর্ড। এর আগের পরিকল্পনায় বিপিএল ১৯ ডিসেম্বর শুরু এবং ১৬ জানুয়ারি শেষ হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে এসে সময়সূচি বদলেছে।
নতুন সূচি অনুযায়ী, প্রথম পর্ব হবে সিলেটে। এরপর যাবে চট্টগ্রামে। শেষ ধাপ ঢাকায়। তার আগে ২৪ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামেই হবে উদ্বোধনী অনুষ্ঠান।
এবার অংশ নিচ্ছে রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স এবং নবাগত নোয়াখালী এক্সপ্রেস। মালিকানায়ও এসেছে পরিবর্তন রংপুরের দায়িত্ব নিয়েছে বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস, চট্টগ্রাম রয়্যালস গেছে ট্রায়াঙ্গাল সার্ভিসের হাতে। নাবিল গ্রুপ রাজশাহী, ক্রিকেট উইথ সামি সিলেট এবং চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক–হারল্যান) পেয়েছে ঢাকার মালিকানা। নতুন দল নোয়াখালী এক্সপ্রেস পরিচালনা করবে দেশ ট্রাভেলস।
এদিকে ফ্র্যাঞ্চাইজিগুলোও নিলামের আগে নিজেদের প্রস্তুত করছে দ্রুতগতিতে। নিয়ম অনুযায়ী নিলামের আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি দুজন দেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করতে পারে। ইতিমধ্যেই সরাসরি চুক্তিতে রংপুর মুস্তাফিজুর রহমান ও নুরুল হাসান সোহানকে দলে নিয়েছে। ঢাকায় চুক্তিবদ্ধ হয়েছেন তাসকিন আহমেদ ও সাইফ হাসান। সিলেট দলে উঠেছেন মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদ। রাজশাহী নিয়েছে নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিমকে। চট্টগ্রাম দলে যুক্ত হয়েছে দুই স্পিনার শেখ মেহেদী ও তানভির ইসলাম।
ক্রিফোস্পোর্টস/২৮নভেম্বর২৫/টিএ