১২তম বিপিএল শুরু হতে আর বেশি দেরি নেই। এরই মাঝে সম্পন্ন হলো বিপিএল নিলাম। নিলামকে কেন্দ্র করে আলোচনার মূল কেন্দ্রবিন্দু এখন ব্যয়ে কে এগিয়ে, কে পেছনে। স্থানীয় ও বিদেশি কোটার ক্রিকেটারদের নিতে ফ্র্যাঞ্চাইজিগুলোর খরচের অঙ্কগুলো বেরিয়ে এসেছে। সেই হিসাব মতে, সবচেয়ে বেশি দামে নাঈমকে নিয়ে আলোচনায় চট্টগ্রাম, আর সবচেয়ে মিতব্যয়ী নোয়াখালী এক্সপ্রেস।
স্থানীয় কোটায় কে কত খরচ করল
স্থানীয় ক্রিকেটারদের জন্য সর্বোচ্চ ব্যয়ের সীমা ছিল ৪ কোটি ৫০ লাখ টাকা। কিন্তু কেউ সেই সীমা পর্যন্ত পৌঁছায়নি। সবচেয়ে বেশি খরুচে ছিল রংপুর রাইডার্স, মোট ব্যয় ৪ কোটি ১৬ লাখ। তার ঠিক পিছনেই চট্টগ্রাম রয়্যালস। তারা মোট খরচ করেছে ৩ কোটি ৮৭ লাখ টাকা। প্রথম ডাকেই তারা মোহাম্মদ নাঈম শেখকে ১ কোটি ১০ লাখে কেনে। যা গতকালের বিপিএল নিলামে সর্বোচ্চ দামী প্লেয়ার ছিল।
এদিকে সবচেয়ে বেশি খেলোয়াড় নেওয়ার তালিকায় এগিয়ে রাজশাহী ওয়ারিয়র্স। স্থানীয় ১৩ জনকে দলে টেনে তাদের মোট ব্যয় ৩ কোটি ৮১ লাখ।
অন্যদিকে নোয়াখালী এক্সপ্রেস সবচেয়ে কম টাকা ব্যয়ে দল সাজিয়েছে তারা। স্থানীয় কোটায় ২ কোটি ৬৩ লাখ টাকায় ১২ জনকে দলে নিয়েছে। এছাড়াও সিলেট টাইটানস খরচ করেছে ২ কোটি ৭৪ লাখ টাকা, আর ঢাকা ক্যাপিটালসের ব্যয় হয়েছে ৩ কোটি ৩৮ লাখ টাকা।
বিদেশি কোটায় ব্যয়ের চিত্র
বিদেশি খেলোয়াড়দের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর হাতে ছিল সর্বোচ্চ ৩ লাখ ৫০ হাজার ডলার খরচের সুযোগ। কিন্তু নিলামে দেখা যায় তিন দল নোয়াখালী, রংপুর ও রাজশাহী ৫০ হাজার ডলারও খরচ করেনি।
অন্যদিকে একমাত্র ব্যতিক্রম ঢাকা ক্যাপিটালস। তাঁরা নিলাম থেকে তিনজন বিদেশিকে দলে নিয়ে খরচ করেছে সর্বোচ্চ ৭৫ হাজার ডলার।
উল্লেখ্য, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর মাঠে গড়াতে বাকি আর মাত্র কয়েক সপ্তাহ। আগামী ২৬ ডিসেম্বর শুরু হতে যাওয়া আসরকে সামনে রেখে গতকাল রোববার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে খেলোয়াড় নিলাম।
ক্রিফোস্পোর্টস/১ডিসেম্বর২৫/টিএ