বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলামের তারিখে পরিবর্তন এসেছে। চলতি মাসের ১৭ তারিখ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে এখন ২১ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। বিসিবির বিপিএল গভর্নিং কাউন্সিল সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
ড্রাফট নয় অনেক বছর পর বিপিএলে ফিরছে নিলাম পদ্ধতি। এজন্য বিদেশি বিশেষজ্ঞ লোক আনার চেষ্টা করছে বিসিবি। তবে তাদের না পাওয়া গেলে সিলেট অঞ্চলের কয়েকজন দক্ষ ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
সেই দিন বাংলাদেশ দলের টেস্ট ম্যাচ থাকায় নিলাম শুরু হবে দুপুর তিনটা থেকে। তবে বোর্ডা থেকে জানানো হয়েছে যে, নিলামের স্থান ও আনুষ্ঠানিক সূচি শিগগিরই জানিয়ে দেওয়া হবে।
এদিকে বিপিএলের ১২তম আসর মাঠে গড়াবে আগামী ১৯ ডিসেম্বর(সম্ভাব্য)। ফাইনাল হতে পারে ১৬ জানুয়ারি। টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এই সময়সূচি প্রস্তাব করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল।
এরই মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানাও চূড়ান্ত করেছে বিসিবি। গত বুধবার গুলশানের নাভানা টাওয়ারে অনুষ্ঠিত সভায় পাঁচ দলের নাম ও মালিকানা নিশ্চিত করা হয়।
নতুন মৌসুমে বিপিএলের পাঁচ দল- রংপুর রাইডার্স (বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস), ঢাকা ক্যাপিটালস (চ্যাম্পিয়ন স্পোর্টস–রিমার্ক হারল্যান), সিলেট টাইটান্স(ক্রিকেট উইথ সামি), রাজশাহী ওয়ারিয়র্স (নাবিল গ্রুপ) ও চিটাগং রয়েলস (ট্রায়াঙ্গাল সার্ভিস)।
দল নিশ্চিত হওয়ার পর পরই যে যার মত দল গোছাতে শুরু করে। বিসিবি থেকে নির্দেশনা ছিল প্রত্যেক দল দুইজন করে দেশি ক্রিকেটার সরাসরি চুক্তিতে দলে নিতে পারবে। তবে ফ্র্যাঞ্চাইজি থেকে চাওয়া ছিল যাতে তিনজন করে সরাসরি চুক্তিতে দলে নিতে পারে। তবে এ বিষয় নিয়ে ধোয়াশা রয়েই গেছে। এখনো পর্যন্ত সব দল দুইজন করে দেশি ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে। এর মধ্যে ঢাকা ক্যাপিটালস সরাসরি চুক্তিতে দলে নিয়েছে তাসকিন আহমেদ ও সাইফ হাসানকে, রংপুর নিয়েছে নুরুল হাসান সোহান ও মুস্তাফিজুর রহমানকে, চট্টগ্রাম নিয়েছে শেখ মাহেদী ও তানভীর ইসলামকে, রাজশাহী নিয়েছে তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্তকে এবং সিলেট টাইটান্স নিয়েছে মেহেদি হাসান মিরাজ ও নাসুম আহমেদকে।
সবকিছু ঠিক থাকলে বিপিএলের ১২তম আসর শুরু হবে ডিসেম্বরের মাঝামাঝি, আর নতুন নিলাম পদ্ধতি এবার পুরো আয়োজনের অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে। সব মিলে বিপিএল নিলামের জন্য দর্শকদের আগামী ২১ নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।
ক্রিফোস্পোর্টস/১১নভেম্বর২৫/টিএ